ব্রাজিল দলে জায়গা না পাওয়ার কারণ জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
শেয়ার :
ব্রাজিল দলে জায়গা না পাওয়ার কারণ জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় দলে নেইমারের অনুপস্থিতি—এই কথা এখন আর চমক নয়। তবে এবার যে কারণে তিনি দলের বাইরে, সেটি নিয়েই তৈরি হয়েছে দ্বিমত।

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। দল থেকে নেইমারের নাম বাদ থাকলেও খুব একটা আলোচনার জন্ম দেয়নি বিষয়টি। কারণ, ঘোষণার আগেই তার চোটের খবর ছড়িয়ে পড়েছিল।

কিন্তু নেইমার নিজেই সেই ধারণায় জল ঢেলে দিলেন মাঠে নেমে। ম্যাচ খেলার পর জানালেন—চোট নয়, তাকে বাদ দেওয়া হয়েছে কোচের কৌশলগত সিদ্ধান্তে।

সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘অ্যাডাক্টরে সামান্য ফোলাভাব আর অস্বস্তি ছিল, তবে গুরুতর কিছু না। আজ খেলেছি, সেটাই যথেষ্ট প্রমাণ যে আমি খেলতে পারি।’

এরপর জাতীয় দল থেকে বাদ পড়া প্রসঙ্গে নেইমার যোগ করেন, ‘আমার না থাকার কারণ শারীরিক নয়। এটা পুরোপুরি কোচের টেকনিক্যাল সিদ্ধান্ত। আমি সেটা সম্মান করি। এখন দলের বাইরে থাকলেও, সমর্থন জানিয়ে যাব।’

এর আগে আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। তাকে আমরা সবাই চিনি। নতুন করে মূল্যায়নের দরকার নেই। আমরা চাই, সে ফিরুক সম্পূর্ণ ফিট হয়ে।’

কিন্তু নেইমারের মন্তব্য এবং ম্যাচে তার সম্পূর্ণ অংশগ্রহণের পর এখন প্রশ্ন উঠছে—আসলে কি নেইমার সত্যিই চোটে ছিলেন, নাকি ভিন্ন কিছু?

৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর খেলতে যাবে বলিভিয়ার মাঠে, যেখানে উচ্চতার কারণে সবসময়ই চ্যালেঞ্জ বাড়ে।

২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। এমন গুরুত্বপূর্ণ সময়ে নেইমারকে না পাওয়ার ব্যাখ্যা যতই ‘টেকনিক্যাল’ হোক, তা নিয়ে বিতর্ক থামছে না।