তিন ম্যাচেই ছাঁটাই টেন হাগ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯
শেয়ার :
তিন ম্যাচেই ছাঁটাই টেন হাগ

জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন এরিক টেন হাগ, কিন্তু মাত্র দুই মাসেই লেভারকুসেন অধ্যায়ের ইতি টানলেন ডাচ এই কোচ। ক্লাবটির হয়ে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে (একটি জয়, একটি ড্র ও একটি হার) পর খারাপ শুরুর দায়ে তাকে ছাঁটাই করেছে বায়ার লেভারকুসেন।

আজ সোমবার এক বিবৃতিতে ক্লাবের ক্রীড়া পরিচালক বলেন, `নতুন দল গঠনের পদক্ষেপগুলো প্রত্যাশিত ফল দেয়নি।‘ ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, আপাতত সহকারী কোচদের হাতেই থাকবে দলের দায়িত্ব।

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রায় আড়াই বছরের দায়িত্বের পর ২০২৪ সালের অক্টোবরে ছাঁটাই হয়েছিলেন টেন হাগ। এরপর লেভারকুসেনে এসে প্রথম ম্যাচেই ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-২০ দলের কাছে ৫-১ গোলে হারের পর বুন্দেসলিগায় হফেনহেইমের কাছে হার ও ব্রেমেনের সঙ্গে ৩-৩ ড্র করে তিনি।

টেন হাগ ক্লাব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তিন সাইনিং করেছিলেন, কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। এএফপির তথ্য অনুযায়ী, বুন্দেসলিগায় এক মৌসুমে সবচেয়ে দ্রুত কোচ ছাঁটাইয়ের রেকর্ড এখন টেন হাগের দখলে (৩ ম্যাচ)।

লেভারকুসেন এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি।