৬১ রানে ডাচদের ৬ উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪
শেয়ার :
৬১ রানে ডাচদের ৬ উইকেট তুলে নিল বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ের নামা ডাচদের তোপের মুখে রেখেছেন বাংলাদেশি বোলাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৬২ রানে ৬ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচ। যেখানে প্রথম ম্যাচের মতো এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

এদিন তৃতীয় ওভারে পর পর দুই বলে দুই উইকেট তুলে নেন নাসুম আহমেদ। ম্যাক্স ও‘ডোউড ও তেজা নিদামানুরুকে ফেরান এই স্পিনার। এরপর ২৪ রান করা বিক্রম সিংকে ফেরান তাসকিন আহমেদ।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ডাচদের অধিনায়ককে নিজের প্রথম ওভারেই আউট করেন মোস্তাফিজুর রহমান। স্কট এডওয়ার্ডস ৯ রান করেন। এরপর দশম ওভারে নোহা ক্রস রান আউট হন। আর একই ওভারে শাহরিজ আহমেদ ১২ রানে আউট করেন তানজিম হাসান সাকিব।

আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম খেলছেন না আজ। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে।

নেদারল্যান্ডস দলে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে নেওয়া হয়েছে সিকান্দার জুলফিকারকে।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।