হ্যাটট্রিক শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭
শেয়ার :
হ্যাটট্রিক শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলস আবারও চ্যাম্পিয়নের তকমা অর্জন করেছে। রবিবার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে তারা ট্রেন্ট রকেটসকে ২৬ রানের ব্যবধানে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা জয় করল।

দুর্দান্ত বোলিং উপহার দিয়ে দ্য হান্ড্রেডের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইনভিন্সিবলসের লেগ স্পিনার মাইক সাউটার। জাতীয় দলে যাওয়া রাশিদ খানের বিকল্প হিসেবে ফাইনালের জন্য দলে আসা অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ২০ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে এক উইকেট শিকার করেন। তবে সাউটার রটেকসের শুরুর তিন উইকেট তুলে নেওয়ায় ম্যাচের ভাগ্য তিনি ঘুরিয়ে দেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনভিন্সিবলসের হয়ে ওপেনার উইল জ্যাকস ৪১ বলে ৭২ রানের উজ্জ্বল ইনিংস খেলেন। তিনি জর্ডান কক্সের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন। কক্স ২৮ বলে ৪০ রান করে আউট হন। এছাড়া স্যাম কারান ১০ বলে ১৫ এবং ডনোভান ফেরেইরা ৮ বলে ১২ রান যোগ করেন। দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০০ বলে ১৬৮ রান।

রান তাড়া করতে নেমে ট্রেন্ট রকেটস উদ্বোধনী জুটিতে ৩৬ রান তুললেও এরপর সাউটারের বোলিংয়ে তাদের টপ অর্ডার ভেঙে পড়ে। ইনভিন্সিবলসের লেগ স্পিনার জো রুটকে ১০ রানে আউট করে দেন এবং দ্রুতই রেহান আহমেদ ও টম ব্যান্টনকেও বোল্ড করেন।

মার্কাস স্টয়নিস পাঁচ নম্বরে নেমে চেষ্টা করলেও একক প্রচেষ্টায় দলকে জয় এনে দিতে পারেননি। ৩৮ বলে ৬৪ রান করে তিনি দলকে সাময়িক সান্ত্বনা দেন। অন্যদিকে সাউটার ২০ বলে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইনভিন্সিবলসের জর্ডান কক্স, যিনি ৩৬৭ রান করেন ১৭৪.৪৯ স্ট্রাইক রেটে।

দ্য হান্ড্রেডের প্রথম দুই আসরে ফাইনালে খেলতে না পারলেও পরের তিন আসরে ট্রফি জিতে ফেলল ওভাল ইনভিন্সিবলস। এবারের রানার্স আপ ট্রেন্ট রকেটস ২০২২ সালে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছিল।