আইসিসির নজিরবিহীন সিদ্ধান্ত /
নারী বিশ্বকাপে পুরুষদের চেয়ে বেশি প্রাইজমানি ঘোষণা
নারী ক্রিকেটের অগ্রগতির পথে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো কোনো নারী ক্রিকেট টুর্নামেন্টে প্রাইজমানির পরিমাণ ছাড়িয়ে গেল পুরুষদের আসরকেও। ২০২৫ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়েছে রেকর্ড পরিমাণ — ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০২২ সালের তুলনায় ২৯৭ শতাংশ বেশি।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আট দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরে শুধু চ্যাম্পিয়ন দলই পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা ২০২২ বিশ্বকাপের বিজয়ী অস্ট্রেলিয়ার প্রাপ্ত অর্থের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। উল্লেখযোগ্যভাবে, এই অঙ্কটি ২০২৩ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের প্রাইজমানির (৪০ লাখ ডলার) চেয়েও ৪ লাখ ৮০ হাজার ডলার বেশি।
রানার্স আপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যেখানে ২০২২ সালে এই অঙ্ক ছিল মাত্র ৬ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার করে — ২০২২ সালের তুলনায় যা প্রায় চারগুণ।
এছাড়াও, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো পাবে ৭ লাখ ডলার করে, সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার পুরস্কার। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে আড়াই লাখ ডলার করে অংশগ্রহণ ফি হিসেবেও।
আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী ক্রিকেটে আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এটিকে নারী ক্রিকেটের ‘সমতা ও স্বীকৃতির পথে বড় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।
এই নজিরবিহীন সিদ্ধান্ত নিঃসন্দেহে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা।