দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোই মূল চ্যালেঞ্জ
দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শেষে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে জাতিকে জুলাই ঘোষণাপত্র উপহার দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই সনদও প্রক্রিয়াধীন। এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই আজ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা মনে করেন, প্রতিষ্ঠার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। এ অবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের গুরুত্বপূর্ণ সব সেক্টরে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব এসে পড়েছে দলটির ওপর। জুলাইয়ে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্র সংস্কার এবং ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশকে পুরোপুরি গণতান্ত্রিক ধারায় ফেরানোই বিএনপি মূল্য চ্যালেঞ্জ।
রাজনৈতিক বিশ্লেষক ড. মাহ্বুব উল্লাহ্ আমাদের সময়কে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, বাংলাদেশে গণতন্ত্র বিঘিœত হয়েছে বহিঃশক্তি এবং দেশের ভেতরকার কিছু মহলের কারসাজি ও অপকর্মে। কৃত্রিমভাবে অস্থিরতা সৃষ্টি করে এখনও গণতন্ত্রের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হচ্ছে। সফল হলে অগণতান্ত্রিক শাসনব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হবে। প্রতিবেশী দেশ ভারতও চায়, বাংলাদেশ যেন চিরকাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে। এতে তাদের আধিপত্য বিস্তার সহজ হবে। সাদা চোখে যতটা মারাত্মক মনে হয়, তার চেয়ে অনেক গুণ মারাত্মক আসল ঘটনা। এর মধ্যেই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এ মুহূর্তে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির ওপর গুরুদায়িত্ব এসে পড়েছে। ফলে তাদেরকে সাবধানে পা ফেলতে হবে। চেষ্টা করতে হবে সর্বোচ্চ জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার। বিএনপি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারলে আগামীতে দেশের জন্য বড় অবদান রাখতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হবে- এ বিষয়টি স্পষ্ট হলেও রাজনৈতিক অঙ্গনে খানিকটা অস্থিরতা রয়েছে। বিএনপি নেতারা মনে করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বক্তব্যও দিচ্ছেন দলটির নেতারা। তারা বিশ্বাস করেন, যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির মূল চ্যালেঞ্জ কী?- জানতে চাইলে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে গণ-অভ্যুত্থানের শহীদদের আকাক্সক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। গত বছর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। এ বছর আমাদের চ্যালেঞ্জ আরও অনেক বেশি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার সম্পর্কিত একটি বিষয়- রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠায় ৩১ দফার ভিত্তিতে দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন করা হবে। যার প্রতিফলন নির্বাচনী ইশতেহারে থাকবে।
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এ মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ রাখা, রাজনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক নিবিড় এবং কূটনৈতিক সম্পর্ক বোঝাপড়ার মধ্যে রাখাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। দলটির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে যেসব রাজনৈতিক দল কাজ করবে, তাদের নিয়েই পথ চলবে বিএনপি। সে অনুযায়ী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন তারা।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনায় এক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন। ওই সংবাদ সম্মেলনের দায়িত্বে ছিলেন বর্তমানে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গয়েশ^র চন্দ্র রায় বলেন, ‘উন্মুক্ত আকাশের নিচে রমনার বটমূলের সামনে একটি ছোট টেবিল আর গোটা সাতেক চেয়ার ছিল। সামনে কিছু সাংবাদিক। বিকাল ৫টায় জিয়াউর রহমান সংবাদ সম্মেলনস্থলে আসার পর সবার সঙ্গে হাত মিলিয়ে ১০ মিনিট বক্তব্য দেন। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক লক্ষ্য ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিএনপি গঠনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল গঠন করা হয়েছিল।
তারেক রহমানের বাণী
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি বলেন, শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৭ বছরে কয়েকবার সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি এবং কল্যাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এ দিনে স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাণীতে তিনি উল্লেখ করেন, এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এ জন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার অতীব জরুরি। দেড় যুগ ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান তখনই সার্থক হবে, যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারি। এটিই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার।
কর্মসূচি
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছয় দিনের কর্মসূচি করছে বিএনপি। গতকাল রবিবার বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া সারাদেশে মহানগর ও জেলায় আলোচনাসভা ও র্যালি হবে। ২ সেপ্টেম্বর বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি, ৩ সেপ্টেম্বর দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনাসভা ও র্যালি এবং ৪ সেপ্টেম্বর মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠানে হবে। কর্মসূচির শেষদিন ৫ সেপ্টেম্বর রাজধানীতে গোলটেবিল আলোচনা হবে। এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী