দাদার মৃত্যুতে শোকস্তব্ধ রশিদ, প্রতিপক্ষের কাছে পেলেন ভালোবাসা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১৬:৩১
শেয়ার :
দাদার মৃত্যুতে শোকস্তব্ধ রশিদ, প্রতিপক্ষের কাছে পেলেন ভালোবাসা

এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আফগানিস্তান দলের। তবে মাঝপথেই একটি দুঃসংবাদ ভেঙে দিল অধিনায়ক রশিদ খানের ব্যক্তিগত জগত—মারা গেছেন তার প্রিয় দাদা, হাজি আব্দুল হালিম শিনওয়ারি।

সংবাদটি শারজায় ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়েই পান রশিদ। কিন্তু দল ছেড়ে দেশে ফেরেননি তিনি। মাঠ এবং দেশের হয়ে দায়িত্বটাই বেছে নিয়েছেন আফগান অধিনায়ক।

রশিদের দাদার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। তারা হাজির আত্মার শান্তি কামনা করেন। এরপরই শারজার হোটেলে দেখা যায় হৃদয়স্পর্শী দৃশ্য—প্রতিপক্ষ পাকিস্তান দলের ক্রিকেটাররা রশিদের সঙ্গে দেখা করছেন, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন।

বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি ও অন্যান্য পাকিস্তানি খেলোয়াড়দের এমন সহানুভূতিশীল আচরণ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। প্রমাণ হয়েছে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই থাকে—ব্যক্তিগত শোকের মুহূর্তে সবাই একসাথে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৮২ রান। জবাবে আফগানিস্তান থেমে যায় ১৪৩ রানে। যদিও দল হারলেও রশিদ খান ছিলেন আলোকিত। মাত্র ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

ম্যাচের পর হোটেলে ফিরে আসে আবেগঘন মুহূর্ত—সেখানেই রশিদের পাশে দাঁড়ান পাকিস্তানি খেলোয়াড়রা। খেলোয়াড়সুলভ সৌহার্দ্য ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত গড়ে তোলেন তারা।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আফগানিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে—যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলংকা ও হংকং। তুলনামূলকভাবে কঠিন এই গ্রুপে ভালো কিছু করতে হলে রশিদদের রাখতে হবে সেরা প্রস্তুতি।

এ কারণেই সংযুক্ত আরব আমিরাতে এই ত্রিদেশীয় সিরিজ। কিন্তু প্রস্তুতির মাঝেই দাদার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথা থাকলেও, রশিদ খানের পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ দেখিয়েছে অন্য এক উচ্চতা।