ব্রুনোর শেষের গোলে ম্যানইউর নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১৫:০৬
শেয়ার :
ব্রুনোর শেষের গোলে ম্যানইউর নাটকীয় জয়

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য, দ্বিতীয়ার্ধে ধাক্কা—তারপর নাটকীয় এক শেষ মুহূর্তের পেনাল্টি। এই রোমাঞ্চকর দৃশ্যপটেই বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে হওয়া ম্যাচে ৩-২ গোলের জয় পায় ‘রেড ডেভিলস’।

তিন গোল করে এগিয়ে যাওয়া, প্রতিপক্ষের দুটি গোল হজম করে শঙ্কায় পড়ে যাওয়া এবং শেষ পর্যন্ত অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের দৃঢ়তায় কাঙ্ক্ষিত জয়—সব মিলিয়ে একটি নাটকীয় ম্যাচের সাক্ষী হলো ইউনাইটেড সমর্থকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে চড়াও হয় ইউনাইটেড। প্রথম ৩০ মিনিটেই পাঁচটি শট নেয় তারা, কিন্তু গোলের দেখা মেলে ২৭তম মিনিটে, সেটিও ভাগ্যের সহায়তায়।

ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিকে কাসেমিরোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে, বল গিয়ে লাগে বার্নলির মিডফিল্ডার জস কালেনের গায়ে। গোলরক্ষক শেষ চেষ্টা করেও বল আটকাতে পারেননি, গোললাইন পেরিয়ে যায় বল।

বাকি সময়টায়ও ইউনাইটেডের দাপট বজায় থাকে। প্রথমার্ধে তারা ১৪টি শট নেয়, কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। যোগ করা সময়ের এক দুর্দান্ত সুযোগেও আমাদ দিয়ালো গোল করতে পারেননি একেবারে গোলরক্ষকের মুখোমুখি হয়েও।

বিরতির পর চিত্র বদলে যায়। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা বার্নলি দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে।

৫৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরান লাইল ফস্টার। তবে এই আনন্দ টিকেছিল মাত্র দুই মিনিট। ৫৭তম মিনিটে দিয়েগো দালোতের কাটব্যাক থেকে গোল করে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ব্রায়ান এমবুমো। ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে এটিই ছিল তার প্রথম গোল।

তবে ৬৬তম মিনিটে আবারও হতাশ হতে হয় স্বাগতিকদের। বার্নলির জেইডন অ্যান্থনি কাছ থেকে গোল করে স্কোরলাইন সমতায় নিয়ে আসেন—২-২।

ম্যাচের শেষ অংশে পজেশনে ও আক্রমণে দাপট দেখাতে থাকলেও গোল পাচ্ছিল না ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়ালো ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন। স্পট কিকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অবস্থান করছে বার্নলি।