৯ গোলের ম্যাচ ও নেভেসের হ্যাটট্রিকে পিএসজির দাপুটে জয়
লিগ আঁ-তে গোলের উৎসব করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যেই চারবার জাল কাঁপিয়ে তুলুজকে ব্যাকফুটে ফেলে দেয় চ্যাম্পিয়নরা। পরে দ্বিতীয়ার্ধে জোয়াও নেভেসের হ্যাটট্রিক পূরণে ৬-৩ গোলের বড় জয় তুলে নেয় পিএসজি।
শনিবার রাতে হওয়া এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে, একটি করে গোল করেন ব্র্যাডলি বার্কোলা। তুলুজ ম্যাচে তিনটি গোল করলেও চ্যাম্পিয়নদের গোলবন্যা থামাতে পারেনি।
মাত্র সাত মিনিটেই ম্যাচে এগিয়ে যায় পিএসজি। সেট পিস থেকে উসমান দেম্বেলের উঁচু করে বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন জোয়াও নেভেস। এরপর ৯ মিনিটে ফাবিয়ান রুইসের পাসে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড বার্কোলা।
তৃতীয় গোলটিও আসে দারুণ এক বাইসাইকেল কিকে—আবারও নেভেসের পা থেকে, কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে চমক দেখান এই পর্তুগিজ মিডফিল্ডার।
২৯তম মিনিটে দিজিরে দুয়ে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। নির্ভুল স্পট কিকে দেম্বেলে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৪-০ তে।
৩৭তম মিনিটে চার্লি ক্রেসওয়েলের গোলে ব্যবধান কমায় তুলুজ। প্রথমার্ধে ৪-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার পেনাল্টি পায় পিএসজি—এইবার বার্কোলা বক্সে ফাউলের শিকার হন। ৫১তম মিনিটে দেম্বেলে নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোলটি যোগ করেন।
৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচ।
শেষ দিকে তুলুজের ইয়ান ও আলেক্সিস আরও দুটি গোল করে ব্যবধান কিছুটা কমান। তবে বড় জয় থেকে পিএসজিকে আটকানো সম্ভব হয়নি।
টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। আর প্রথমবার হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।