ঘুরে দাঁড়িয়ে গিলের-ভিনির গোলে রিয়ালের জয়
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে জমজমাট এক লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে গোল হজম করে চাপে পড়লেও ঘুরে দাঁড়িয়ে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে শাবি আলোনসোর শিষ্যরা।
প্রথমে ম্যাচের ১৮তম মিনিটে কর্নার থেকে হেড নিতে গিয়ে বল পিঠে লেগে গোল করেন মায়োর্কার ভেদাত মুরিকি। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি রিয়াল। ম্যাচের গতি ফেরাতে মাত্র দুই মিনিট লাগে তাদের।
৩৫তম মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়ান তরুণ মিডফিল্ডার আর্দা গিলের। পরের মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচে রিয়ালের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে ছিল ৫৮ শতাংশ সময়, নিয়েছে মোট ১৭টি শট, যার মধ্যে ৭টি লক্ষ্যে। যদিও অফসাইড ও হ্যান্ডবলের কারণে আরও তিনটি গোল বাতিল হয়েছে। অপরদিকে মায়োর্কাও পিছিয়ে ছিল না। তারা ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।
প্রথমার্ধেই গোলের সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, তবে অফসাইডের কারণে গোল পাননি। পরে আরও একাধিক সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড, ফলে এবার গোলশূন্য থাকতে হলো তাকে।
দ্বিতীয়ার্ধেও রেয়ালের আক্রমণ থেমে থাকেনি। ৫৫তম মিনিটে গিলের বল জালে পাঠালেও হ্যান্ডবলের কারণে সেই গোলও বাতিল হয়ে যায়। মায়োর্কাও পাল্টা আক্রমণে হুমকি দিয়েছিল। ৬৬তম মিনিটে সামু কস্তার ভয়ংকর ভলিকে গোললাইন থেকে ক্লিয়ার করেন আলভারো কারেরাস।
৭২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রেয়াল কোচ শাবি আলোনসো। তুলে নেন গিলের, ভিনিসিউস ও অ্যালেকজান্ডার-আর্নল্ডকে। মাঠে নামেন দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহাল।
শেষদিকে আবারও একটি সুযোগ পান এমবাপ্পে, কিন্তু এবারও গোলের দেখা মেলেনি।
ম্যাচ শেষে তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর মাত্র ১ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে মায়োর্কা।