খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মরদেহ উদ্ধার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মো. শামীম হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় তার নিজ বাড়ির সামনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শামীম হাওলাদার ওই এলাকার মো. মানিক হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার দুপুরে চুঙ্গা থেকে মাছ ধরতে গিয়ে বাড়ির সামনের খালে নেমে নিখোঁজ হন। পরে খবর দিলে থানা পুলিশসহ স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল শুক্রবার বিকালে উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হয়। আজ শনিবার স্থানীয়রা ওই খালে নেমে উদ্ধার অভিযান চালিয়ে পানির নিচ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’