দুই বিশ্বকাপ খেলা ক্রিকেটার ডাকাতি করতে গিয়ে আটক
কিপলিন দোরিগা, ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি খেলছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগে। এই প্রতিযোগিতা খেলতে এখন তিনি অবস্থান করছেন যুক্তরাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে। আর সেখানেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা—ডাকাতির অভিযোগে ধরা পড়েছেন এই পাপুয়া নিউগিনিয়ান ক্রিকেটার।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, গত সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় দোরিগার বিরুদ্ধে। ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে তিনি অভিযোগ স্বীকার করেন।
আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক মামলাটিকে অত্যন্ত গুরুতর বিবেচনা করে বিষয়টি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে আগামী ২৮ নভেম্বর। জামিন আবেদন নাকচ হওয়ায় এই সময় পর্যন্ত দোরিগাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।
দলীয় পর্যায়ে চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে পাপুয়া নিউগিনি প্রায় এক সপ্তাহ আগে জার্সিতে পৌঁছায়। ‘এ’ গ্রুপে থাকা দলটি চারটি ম্যাচ খেলে তিনটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
প্রথম দুই ম্যাচে অংশ নেন দোরিগা। ডেনমার্কের বিপক্ষে তিনি করেন ৬৮ রান এবং কুয়েতের বিপক্ষে করেন ১২ রান। তবে এরপরদিন সকালেই তিনি ডাকাতির ঘটনায় জড়ান, যার কারণে কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি।
পাপুয়া নিউগিনি আগামীকাল কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ খেলবে। তবে দোরিগা গুরুতর অপরাধে আটক থাকায় ওই ম্যাচেও অংশ নিতে পারবেন না।
আন্তর্জাতিক পর্যায়ে কিপলিন দোরিগা এখন পর্যন্ত পাপুয়া নিউগিনির হয়ে ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১০৮৯ রান, সঙ্গে রয়েছে ৪৯টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং।