অস্ট্রেলিয়ায় সমৃদ্ধ বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস ব্যবধানে হার
শুরুতে লড়াইয়ের আভাস দিলেও সেটা ধরে রাখতে পারলেন না শাহাদাত হোসেন। অন্য ব্যাটসম্যানরাও নামের পাশে অভিজ্ঞতার ভার থাকলেও খেলায় তা প্রতিফলিত করতে ব্যর্থ হলেন। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা একাধিক ক্রিকেটার নিয়ে গঠিত বাংলাদেশ ‘এ’ দল একেবারেই পাত্তা পায়নি সাউথ অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া সফরে একমাত্র চার দিনের ম্যাচে শেফিল্ড শিল্ড জয়ী সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’।
ডারউইনে তৃতীয় দিনেই ম্যাচের ইতি ঘটে, দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫৪ রানে থামে সফরকারীরা। তার আগেই প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল মাত্র ১১৪ রানে। ম্যাচে টানা তিনবার বাজে সূচনার পর লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন শাহাদাত হোসেন। দ্বিতীয় ইনিংসে আগের দিন শেষ বিকেলে তার সঙ্গে ছিলেন ইয়াসির আলি চৌধুরি। কিন্তু নতুন দিনে খুব বেশি সময় টিকতে পারেননি এই দুই অভিজ্ঞ ব্যাটার। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা শাহাদাত নতুন দিনে আর ৭ রান যোগ করেই বিদায় নেন, আর কিছু পরেই ৩৬ রানে ফিরে যান ইয়াসিরও।
এরপর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে কিছুটা চেষ্টা করেন নাঈম হাসান, কিন্তু তারাও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২৫ রানে ফেরেন নাঈম, আর ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করে ফিরে যান মাহিদুল। এরপর লোয়ার অর্ডারে ব্যর্থতা যেন ছিল চোখে পড়ার মতো; কোনো রানই করতে পারেননি রিপন মন্ডল ও এনামুল হক।
তবে ইনিংস হার এড়ানোর ক্ষীণ আশা জাগান হাসান মুরাদ। শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। মুরাদের ৪২ রানে শেষ পর্যন্ত শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস ও ম্যাচটিও। এই হারে অস্ট্রেলিয়া সফর শেষ হলো চরম হতাশায়।
এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটারকে নিয়ে অংশ নিয়েও ১১ দলের মধ্যে নবম স্থানে থেকে বিদায় নেয় বাংলাদেশ ‘এ’ দল।