শেষ ওভারে হ্যাটট্রিক করে শ্রীলংকাকে নাটকীয় জয় এনে দিলেন মাদুশাঙ্কা
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারে প্রতিপক্ষের প্রয়োজন ছিল মাত্র ১০ রান, হাতে ৩ উইকেট। এমন চাপের মুহূর্তে বল হাতে নিয়ে জাদু দেখালেন দিলশান মাদুশাঙ্কা। প্রথম বলেই বোল্ড করলেন সিকান্দার রাজাকে, এরপরের দুই বলে আরও দুই উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক। এক ওভারে ম্যাচ ঘুরিয়ে ৭ রানে জয় তুলে নিল শ্রীলংকা।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ম্যাচের আগে ব্যাট করে ২৯৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় লঙ্কানরা। জিম্বাবুয়ে লড়াই করে থেমেছে ২৯১ রানে। অথচ ১৬১ রানে ৫ উইকেট হারানো অবস্থায় অনেকটাই ব্যাকফুটে ছিল স্বাগতিকরা। সেই অবস্থায় টনি মুনিয়োঙ্গা ও সিকান্দার রাজার শতরানের জুটি ফেরায় তাদের জয়ের স্বপ্ন।
তবে শেষ পর্যন্ত সেই স্বপ্নকে দুঃস্বপ্নে বদলে দেন মাদুশাঙ্কা। ম্যাচজুড়ে ৯ ওভারে ৬০ রান দিয়ে নিয়েছিলেন কেবল ১ উইকেট। কিন্তু শেষ ওভারে হ্যাটট্রিকসহ তুলে নেন ৪ উইকেট, ম্যাচ শেষ করেন ৬২ রানে ৪ উইকেট নিয়ে। ওয়ানডে ক্রিকেটে এটি শ্রীলংকার অষ্টম হ্যাটট্রিক, এবং দল হিসেবে ১১তম—যেখানে লাসিথ মালিঙ্গার রয়েছে সর্বোচ্চ তিনটি।
শ্রীলংকার ব্যাটিংয়েও ছিল লড়াইয়ের গল্প। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা গড়েন ১০০ রানের জুটি। ৬৫ বলে ফিফটি করা নিসাঙ্কা করেন ৭৬ রান। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দল পড়েছিল চাপে। সেখান থেকে দলকে টেনে তোলেন জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস।
এই দুই ব্যাটারের ১৩৭ রানের ঝড়ো জুটিতে শ্রীলংকা পৌঁছে যায় ২৯৮ রানে। কামিন্দু করেন ৩৬ বলে ৫৭, আর লিয়ানাগে ৪৭ বলে খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস। শেষ ওভারে তারা তুলেছিলেন ২২ রান—যেখানে চারটি বাউন্ডারি আসে পরপর।
রান তাড়ায় জিম্বাবুয়ের শুরুটা ছিল ভয়াবহ। আসিথা ফার্নান্দো প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট—ব্রায়ান বেনেট ও ওয়ানডেতে চার বছর পর ফেরা ব্রেন্ডন টেইলরকে। এরপর বেন কারান ও শন উইলিয়ামস মিলে পরিস্থিতি সামাল দেন। গড়েন ১১৮ রানের জুটি। কারান করেন ৭০, উইলিয়ামস ৫৭।
তাদের বিদায়ের পর আবারও ধস নামে জিম্বাবুয়ে ইনিংসে। তবে রাজা ও মুনিয়োঙ্গার ব্যাটে জয়ের আশা টিকে ছিল শেষ পর্যন্ত। রাজা খেলেন ৮৭ বলে ৯২ রানের ইনিংস, মুনিয়োঙ্গা অপরাজিত থাকেন ৪৩ রানে। কিন্তু মাদুশাঙ্কার দুর্দান্ত শেষ ওভারে সব আশার অবসান ঘটে।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে একই মাঠে, রবিবার।