চোট কাটিয়ে ফিরেছেন ডিপাই

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১১:৫০
শেয়ার :
চোট কাটিয়ে ফিরেছেন ডিপাই

হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সময়মতো সেরে উঠে সেই শঙ্কা দূর করেছেন মেম্ফিস ডিপাই। ডাক পেয়েছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ বাছাইপর্বের দলে।

আগামী মাসের শুরুতে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ডাচরা। এই ম্যাচগুলোর জন্য শুক্রবার ২৫ জনের দল ঘোষণা করেছেন কোচ রোনাল্ড কুমান।

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডিপাই বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে। চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান কাপে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে প্রায় ২০ দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।

চোট কাটিয়ে গত বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মাঠে ফেরেন ডিপাই। আথলেতিকো পারানায়ান্সের বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি হিসেবে ১২ মিনিট মাঠে ছিলেন তিনি। এবার জাতীয় দলের হয়ে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

জাতীয় দলের জার্সিতে ডিপাইয়ের সামনে রয়েছে এক বড় মাইলফলকের সুযোগ। এখন পর্যন্ত তিনি ১০২ ম্যাচে ৫০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা রবিন ফন পার্সির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। একটি গোল করলেই এককভাবে এই রেকর্ড নিজের করে নিতে পারবেন।

এবারের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন জাতীয় দলের নতুন দুই মুখ—সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন উপস ও ফেইনুর্ডের অধিনায়ক সেম স্টেইন। এই প্রথমবারের মতো ডাচদের সিনিয়র দলে ডাক পেলেন তারা।

তবে জায়গা হয়নি নতুন মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপংয়ের। ২৪ বছর বয়সী এই রাইট-ব্যাক হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন স্কোয়াড থেকে।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। এরপর ৭ সেপ্টেম্বর তারা সফর করবে লিথুয়ানিয়ায়।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ‘জি’ গ্রুপে এখন পর্যন্ত দুর্দান্ত শুরু করেছে ডাচরা। দুই ম্যাচে দুই জয় নিয়ে তারা আছে গ্রুপের দ্বিতীয় স্থানে।