১১৪ রানে শেষ বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৮:২৬
শেয়ার :
১১৪ রানে শেষ বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইনআপে টেস্ট অভিজ্ঞ ছয়জন—মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি চৌধুরী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, নাঈম হাসান এবং অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু এ অভিজ্ঞতার ভরসা ছিল নিরর্থক, কারণ অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ডারউইনে চার দিনের ম্যাচে তাদের ব্যাটিং হয়ে উঠলো এক বিপর্যয়কর অধ্যায়।

প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’—৩৫ ওভারও স্পর্শ না করে। সাউথ অস্ট্রেলিয়া ‘এ’ ৫ উইকেটে ২০৪ রানে দিন শেষ করেছে। তারা প্রথম দিনেই ৯০ রানে এগিয়ে।

দিনের শুরুতেই আক্রমণাত্মক ছিলেন ওয়েস আগারের বোলিং। দুইটি ওয়ানডে ম্যাচ খেলা এই পেসার দ্বিতীয় ওভারে প্রথম উইকেট তুলে নেন—ইফতেখার (০)। এরপর জয়কে ফিরিয়ে দেন মাত্র ১৩ রান করে, এবং অমিত হাসানের ব্যাট থেকে উঠে আসে কেবল ২ রান।

২৩ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। শাহাদাত ও মাহিদুল কিছুটা বিপর্যয় কমানোর চেষ্টা করেন। তবে তাদের ৩০ রানের জুটি ভেঙে যায় টানা দুই ওভারে। শাহাদাত ৪৩ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন, অঙ্কন মাত্র ৩১ বল খেলেন ৯ রান করে।

পরবর্তী ব্যাটসম্যান—ইয়াসির আলি, নাঈম হাসান, হাসান মুরাদ ও হাসান মাহমুদ, কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি এবং প্রায় একই সময়ে ফিরেও যান। দলীয় ৬৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ উইকেটে এসে রকিবুল ও এনামুল হকের দায়িত্বশীলতায় কিছুটা প্রাণ সঞ্চার করে। ৪৮ রানের জুটি গড়েন তারা; রকিবুল ২২ রানে ফিরে গেলেও এনামুল অপরাজিত ২৭ রানে থেকে যান।

সাউথ অস্ট্রেলিয়া ‘এ’ দল ব্যাটিংয়ে শুরু হোঁচট খেললেও দিনশেষে দেখিয়েছে দৃঢ় আত্মপ্রত্যয়ের চিত্র। প্রথম তিন ব্যাটসম্যান হারানো সত্ত্বেও, পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন জেসন স্যাঙ্ঘা এবং জেইক ফ্রেজার‑ম্যাকগার্ক। দিন শেষে অপরাজিত অবস্থায় থাকেন স্যাঙ্ঘা ৮৩ ও হ্যারি নিলসেন ৫৭ রানে—মেলে তাদের অধিনায়নের প্রতিচ্ছবি।