এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৬:০৫
শেয়ার :
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কারা

এএফসি চ্যালেঞ্জ লিগের ওয়েস্ট রিজিয়নের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রতে কিংস জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ওমানের আল-শাবাব, কুয়েতের আল-কুয়েত ও লেবাননের আল-আনসার।

গ্রুপ পর্ব মাঠে গড়াবে আগামী ২৫ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।

আল-শাবাব ওমানের লিগে কখনও চ্যাম্পিয়ন না হলেও দুইবার রানার্সআপ হয়েছে ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাফল্য তুলনামূলকভাবে সীমিত।

আল-কুয়েত গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বলা যায়। দেশটির ঘরোয়া লিগে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন এবং কুয়েত কাপ জিতেছে ১৬ বার।

আল-আনসার লেবাননের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব। ঘরোয়া লিগে শিরোপা জিতেছে ১৫ বার, লেবানিজ কাপে রেকর্ড ১৬ বার।

দেশের ফুটবলে আধিপত্য বিস্তার করলেও ২০২৪-২৫ মৌসুমে কিছুটা পিছিয়ে পড়েছে বসুন্ধরা কিংস। লিগ টেবিল শেষ করেছে তৃতীয় স্থানে। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে জায়গা করে নিতে পেরেছে প্লে-অফের বাধা পেরিয়ে।

গত আগস্টে কাতারের দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে প্লে-অফে একমাত্র গোলটি করেছিলেন ইমানুয়েল সানডে, যা কিংসকে নিশ্চিত করে চূড়ান্ত পর্বে জায়গা। বাংলাদেশের অন্য প্রতিনিধি আবাহনী প্লে-অফে হেরে যাওয়ায় এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে বসুন্ধরা কিংসই।

আসন্ন গ্রুপ পর্বে আল-কুয়েত এবং আল-আনসারের মতো অভিজ্ঞ দল থাকলেও বসুন্ধরা কিংসের জন্য এটি চ্যালেঞ্জিং হলেও অসম্ভব কিছু নয়। দল হিসেবে তাদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে সফলতা আত্মবিশ্বাস জোগাবে।