ফ্রান্স দলে প্রথমবার জায়গা পেলেন আকিউস

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১২:৫৬
শেয়ার :
ফ্রান্স দলে প্রথমবার জায়গা পেলেন আকিউস

ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহনেস আকিউস। মোনাকোর এই উইঙ্গার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফ্রান্স জাতীয় দলে।

২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের আগামী দুটি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। অনুমিতভাবেই দলে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি, পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবং দিজিরে দুয়ো।

তবে নজরকাড়া ফর্মেও জায়গা হয়নি উগো একিতিকের। গ্রীষ্মের দলবদলে লিভারপুলে যোগ দিয়ে প্রথম তিন ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করা এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড দল থেকে ছিটকে গেছেন।

একই বয়সী আকিউস অবশ্য পেয়েছেন ডাক। গত মৌসুমে মোনাকোর হয়ে ৪৩ ম্যাচে ৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছিলেন ১২টি। নতুন মৌসুমেও ছন্দে আছেন তিনি—প্রথম দুই ম্যাচে করেছেন একটি গোল।

‘ডি’ গ্রুপে বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।