১ বলে ২০ রান!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
১ বলে ২০ রান!

ব্যাটে রীতিমতো ঝড় তুললেন রোমারিয়ো শেফার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের হয়ে টর্নেডো ব্যাটিং করেছেন এই তারকা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ১ বলে ২০ রান তুলেছেন তিনি।

শেফার্ড খেলেছেন মাত্র ৩৪ বল ৭৩ রানের ইনিংস খেলেছেন। যেখানে পাঁচটি চার ও সাতটি ছয় মারেন। বিশেষভাবে নজর কাড়ে একই ওভারে তিনটি ‘ফ্রি হিট’ থেকে আঘাত হানার কাণ্ড। ১৫তম ওভারে ওশানে টমাস বল করতে এসে তিনটি ‘নো বল’ করেন, যার প্রতিটি ‘ফ্রি হিট’ ছিল।

শেফার্ড প্রথম বলটিতে রান না করলেও দ্বিতীয় এবং তৃতীয় ‘ফ্রি হিট’ থেকে দুইবার ছক্কা মারেন। প্রতি বারই টমাসের পা ক্রিজের বাইরে থাকায় আম্পায়ার ‘নো বল’ ঘোষণা করেন। ফলে ওই এক ওভারে শেফার্ড মাত্র এক বৈধ বল থেকে ২০ রান সংগ্রহ করেন।

গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়ে নজর কেড়েছিলেন শেফার্ড। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৪ বলে অর্ধশতরান করেন তিনি, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। দ্রুততম অর্ধশতরানের রেকর্ড আছে যশস্বী জয়সওয়ালের নামে, যিনি ২০২৩ সালে কেকেআরের বিরুদ্ধে ১৩ বলেই অর্ধশতরান করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞ শেফার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৩৯টি একদিনের ও ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।