ভারতীয় ক্রিকেটের পথচলায় ইতি টানলেন অশ্বিন
আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, এবার চমকে দিলেন আরও একবার। রবীচন্দ্রন অশ্বিন জানিয়ে দিলেন—আর আইপিএল বা ভারতীয় ক্রিকেটে খেলবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ভারতের অফস্পিন কিংবদন্তি জানালেন, নতুন করে শুরু করতে চান নিজের পথচলা, এবার লক্ষ্য বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নিয়ম অনুযায়ী, সক্রিয় আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারেন না। সেই বাঁধা কাটাতেই ঘরোয়া ক্রিকেট থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অশ্বিন।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের সময় হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু সর্বশেষ আইপিএল মৌসুমে নিজের দল চেন্নাই সুপার কিংসের মতো তিনিও ছিলেন ব্যর্থ। ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ উইকেট, দিয়েছেন ওভারপ্রতি ৯.১২ রান—আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খরুচে মৌসুম এটি তার।
তবুও অভিজ্ঞতা, বিচক্ষণতা ও প্রয়োজনের সময় কার্যকারিতার কারণে অনেক দলের কাছেই এখনও তিনি আকর্ষণীয়। কিছুদিন আগে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের কাছে নিজের ভূমিকা নিয়ে পরিষ্কার বার্তা চেয়েছিলেন অশ্বিন। এরপরই এল এই বিদায়ের ঘোষণা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় অশ্বিন লিখেছেন, `বিশেষ দিন, আর এজন্যই বিশেষ কিছু শুরু হচ্ছে। বলা হয়, প্রতিটি শেষই এক নতুন শুরুর ইঙ্গিত। আজকে আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময়ের ইতি ঘটছে। তবে এই খেলাটির এবং বিশ্বজুড়ে নানা লিগের অভিযাত্রী হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই।‘
তিনি আরও লেখেন, `সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ এত বছরের দারুণ সব স্মৃতি ও সম্পর্কের জন্য। আইপিএল এবং বিসিসিআইয়ের প্রতিও কৃতজ্ঞতা, তারা আমাকে যা দিয়েছে, তা অতুলনীয়। সামনে যা কিছু আসবে, তা সর্বোচ্চ উপভোগ করতে প্রস্তুত আমি।‘
আইপিএলে মোট ১৮৭ উইকেট নিয়ে তিনি রয়েছেন ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়। সঙ্গে আছে ৮৩৩ রান ও একটি ফিফটি। চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি শিরোপা জিতেছেন। এছাড়া খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়েও।
সবশেষ মাঠে দেখা গেছে জুন-জুলাইয়ে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। সেখানে ১৩ উইকেট নিয়ে ছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
ভারতীয় ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায়ের ফলে এখন আর কোনো বাধা নেই। চাইলে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই খেলতে পারবেন অশ্বিন। সামনে বিগ ব্যাশ, এসএ২০, আইএল টি-টোয়েন্টি, বিপিএল কিংবা মেজর লিগ ক্রিকেটের মতো লিগগুলোতে তাকে দেখা যেতে পারে।
অশ্বিনের এই সিদ্ধান্ত অনেকটা যেন অনুসরণ করলো দিনেশ কার্তিকের পথ। গত বছর ভারতীয় ক্রিকেট ছাড়ার পর তিনিও খেলেছিলেন এসএ২০ লিগে। এবার সেই তালিকায় যোগ দিলেন আরও এক অভিজ্ঞ নাম।