প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি বুধবার সকালেই ঢাকায় পৌঁছায় এবং আজই বিকেলেই সিলেটের পথে রওনা দেওয়ার কথা রয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে পুরোপুরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) না থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ এই সিরিজটি আয়োজন করেছে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে।
এটি নেদারল্যান্ডসের তৃতীয়বার বাংলাদেশ সফর হলেও, এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিচ্ছে তারা। এর আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল ডাচরা। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও তাদের কোনো ম্যাচ ছিল না বাংলাদেশের বিপক্ষে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে চার ম্যাচে, আর নেদারল্যান্ডস একমাত্র জয়টি পেয়েছিল ২০১২ সালে, নিজেদের মাঠে।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে, আর নেদারল্যান্ডস আছে ১৩ নম্বরে। যদিও র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিয়মিতভাবে বিশ্বকাপে খেলে থাকে ডাচরা।
সিলেটে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজ শুরু হবে শনিবার (৩০ আগস্ট)। পরের দুটি ম্যাচ হবে ১ সেপ্টেম্বর (সোমবার) ও ৩ সেপ্টেম্বর (বুধবার)। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ এবং সামনে এশিয়া কাপকে কেন্দ্র করে গত তিন সপ্তাহ ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। শুরুতে মিরপুরে অনুশীলন করলেও বর্তমানে সিলেটে ক্যাম্প করছে তারা। সেখানে সপ্তাহখানেক ধরে চলছে নিবিড় অনুশীলন, প্রস্তুতি ম্যাচসহ নানা কার্যক্রম।
সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতার আগে এই সিরিজ বাংলাদেশ দলের জন্য বড় একটি প্রস্তুতি মঞ্চ হয়ে উঠতে পারে।