অক্টোবরে কোন দুটি দলের বিপক্ষে খেলবে ব্রাজিল, জানা গেল
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করেছে ব্রাজিল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ঘোষিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এর আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেপ্টেম্বরে তারা খেলবে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ—৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।
আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। সেখানকার চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত হতে চায় ব্রাজিল।
সিবিএফের জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানোর ভাষায়, ‘দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর আমরা নভেম্বরে আফ্রিকার কোনো শীর্ষ দলের সঙ্গে খেলার পরিকল্পনা করছি। এরপর ২০২৬ সালের মার্চ ও জুনে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে বিভিন্ন স্টাইলের ফুটবলের বিপক্ষে খেললে আমাদের খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা হবে। এমন ম্যাচগুলো আমাদের মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করবে, যেসব চ্যালেঞ্জ বিশ্বকাপে আমাদের সামনে আসতে পারে।’