বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৮:১৯
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের দল ঘোষণা

১৭ বছর বয়সী সেদ্রিক দে লঙ্গে ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে তাকে বদলি হিসেবে দলে যুক্ত করেছে নেদারল্যান্ডস।

ডাচরা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে আরও দুটি পরিবর্তন এনেছে। চোটের কারণে ছিটকে পড়া রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেনের জায়গায় দলে ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো সাকিব জুলফিকারের পরিবর্তন হিসেবে দলে নেওয়া হয়েছে তার যমজ ভাই সিকান্দারকে।

সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটে ও বলে দারুণ ছাপ রেখেছেন দে লঙ্গে। পাঁচ ম্যাচে তার রান ছিল ৪, ২৪, ৬৮, ৩৮* ও ৪৩*। পাশাপাশি লেগ স্পিনে স্কটল্যান্ডের বিপক্ষে ৪/২৯ এবং জার্সির বিপক্ষে ৩/২৩ শিকার করেন। যদিও নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

এছাড়া, সদ্য শেষ হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'প্রো সিরিজ'–এও নজর কাড়েন এই তরুণ। তার সামর্থ্য ও ধারাবাহিকতা জাতীয় দলের নির্বাচকদের মন জয় করেছে।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন সেবাস্তিয়ান ব্র্যাট। ২০২১ সালের পর আবার ডাক পেলেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টিতে ৯ উইকেট নিয়েছেন এই পেসার।

অন্যদিকে, ২০১৯ সালে সবশেষ দেশের হয়ে মাঠে নামা অলরাউন্ডার সিকান্দার জুলফিকারও ফিরেছেন দলে। এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৮ রান ও ৩ উইকেট রয়েছে তার নামের পাশে।

বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথমবার আসছে নেদারল্যান্ডস। যদিও তারা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে ম্যাচ খেলেছে, তবে কখনও টাইগারদের বিপক্ষে সিরিজ খেলেনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের এখন পর্যন্ত পাঁচ দেখায় বাংলাদেশের জয় ৪টি, আর নেদারল্যান্ডসের একমাত্র জয় ২০১২ সালে, নিজ মাঠে।

এই সিরিজটি নেদারল্যান্ডসের জন্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ। অন্যদিকে, বাংলাদেশ দল এই সিরিজকে আগামী মাসের এশিয়া কাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই নিচ্ছে।

ম্যাচসূচি ও প্রস্তুতি

ম্যাচ তারিখ: ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর

ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

প্রস্তুতি: সিরিজের আগে তিন দিন সিলেটে অনুশীলন করবে ডাচ দল

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেদ্রিক দে লঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, সেবাস্তিয়ান ব্র্যাট।