ছেলের বাগদান নিয়ে অবশেষে মুখ খুললেন শচীন

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৬:৪১
শেয়ার :
ছেলের বাগদান নিয়ে অবশেষে মুখ খুললেন শচীন

অবশেষে ছেলের বাগদান নিয়ে মুখ খুললেন শচীন টেন্ডুলকার। অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দোকের বাগদান নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চললেও কোনো পক্ষ থেকেই এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এবার সেই জল্পনায় ইতি টানলেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘আস্ক মি এনিথিং’ (যা খুশি জিজ্ঞাসা করো) সেশন আয়োজন করেন শচীন। সেখানেই এক ভক্ত সোজাসাপ্টা প্রশ্ন করেন—‘অর্জুন ও সানিয়ার বাগদান কি সত্যি?’ উত্তরে শচীন স্পষ্ট করেই বলেন, ‘হ্যাঁ, ওর বাগদান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সবাই খুবই রোমাঞ্চিত।’

এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট উত্তরে নিশ্চিত হয়ে যায়, অর্জুন-সানিয়ার বাগ্‌দানের খবর কেবল গুজব নয়, বাস্তব।

প্রশ্নোত্তর পর্বে শচীন মিশ্র স্বরেই কথা বলেন—কখনও হালকা মেজাজে, কখনও স্মৃতিচারণায়। এক ভক্ত জানতে চান, আসলেই কি তিনি নিজে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন? উত্তরে শচীন রসিকতা করে বলেন, ‘এবার কি আধার কার্ড পাঠাব?’ সঙ্গে নিজের উত্তর লেখার একটি ছবিও শেয়ার করেন তিনি।

ক্রিকেট নিয়ে প্রশ্নও কম আসেনি। নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে শচীন বেছে নিয়েছেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ইনিংসটিকে। এছাড়া ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনিকে প্রমোশন দিয়ে উপরে ব্যাট করতে পাঠানো প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।

শচীনের ভাষায়, ‘এর পেছনে ছিল দুটি কারণ—প্রথমত, বাঁ-ডান ব্যাটার থাকলে প্রতিপক্ষের অফস্পিনারদের আক্রমণ করা সহজ হয়। দ্বিতীয়ত, মুরলিধরন তখন চেন্নাইয়ের হয়ে খেলতেন। ধোনি তার বল বেশ ভালোভাবে বুঝত।’

একদিকে ছেলের বাগদান নিয়ে খুশির খবর, অন্যদিকে নিজের অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার—সব মিলিয়ে শচীনের এই অনলাইন সেশনে ভক্তরা পেয়েছেন এক ঝলক ‘ক্রিকেট ঈশ্বরের’ মানবিক ও হাস্যরসপূর্ণ দিক।