ওয়ানডেতেও ফিরছেন টেইলর
নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ব্রেন্ডন টেইলর এবার ওয়ানডে ক্রিকেটেও ফিরছেন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত জিম্বাবুয়ের স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ কিপার-ব্যাটারকে।
ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী নতুন মুখ পেসার আর্নেস্ট মাসুকু, যিনি অপেক্ষায় আছেন আন্তর্জাতিক অভিষেকের।
টেইলর ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হঠাৎ করেই বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার সেই বিদায় নিয়ে তখনই তৈরি হয় নানা প্রশ্ন। কয়েক মাস পর জানা যায়, আইসিসির দুর্নীতি দমন নীতিমালা ভাঙা এবং ড্রাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মাসে।
নিষেধাজ্ঞা শেষ হতেই অবসর ভেঙে মাঠে ফেরেন টেইলর। চলতি মাসেই নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জাতীয় দলে ফিরে আসেন তিনি। এবার ওয়ানডে ক্রিকেটেও তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টেইলরকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই। ঘরের মাঠে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে অভিজ্ঞ এই ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা।
এদিকে, স্কোয়াডে জায়গা পাওয়া মাসুকু এখন পর্যন্ত ৫৩টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন। ৮৯টি উইকেট সংগ্রহের পথে তিনি পাঁচবার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, দুইবার চার উইকেট। অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারকে নিয়ে আশাবাদী নির্বাচকেরা।
প্রায় ছয় মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে জিম্বাবুয়ে। সর্বশেষ তারা এই সংস্করণে খেলেছে ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়—দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে বড় হারে পরাজিত হওয়ার পাশাপাশি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও জয়শূন্য ছিল তারা।
শ্রীলংকার বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। এরপর ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাডান্ডে, আর্নেস্ত মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।