তুরিনোকে উড়িয়ে দুর্দান্ত সূচনা ইন্টারের
নতুন মৌসুমের শুরুটা রীতিমতো স্বপ্নময় করল ইন্টার মিলান। প্রতিপক্ষ তুরিনোকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেরি আ-তে যাত্রা শুরু করেছে সিমোনে ইনজাগির শিষ্যরা। আর এত বড় ব্যবধানে জয় পেয়ে তারা ছুঁয়েছে এক ঐতিহাসিক মাইলফলক—১৯৬১ সালের পর প্রথমবার লিগের প্রথম ম্যাচে ৫ গোলের ব্যবধানে জয় পেল ইন্টার।
সান সিরোর ঘরের মাঠে সোমবার রাতে একচেটিয়া আধিপত্যের ম্যাচে গোল পেয়েছেন পাঁচজন খেলোয়াড়। জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। একটি করে গোল করেন আলেসান্দ্রো বাস্তোনি, অধিনায়ক লাউতারো মার্তিনেস ও তরুণ আঁজ-ইয়োয়ান বনি।
তবে কেবল স্কোরলাইনই বলে না, ইন্টারের কতটা আধিপত্য ছিল ম্যাচে। পুরো ৯০ মিনিট জুড়ে তারা যেন খেলেছে একপেশে ফুটবল। গোলের উদ্দেশ্যে ২০টি শট নিয়েছে, যার ৯টি ছিল লক্ষ্যে। বল দখল, পাসিং, আক্রমণ—সব দিক থেকেই তুরিনোকে ধরাশায়ী করে দেয় স্বাগতিকরা।
ম্যাচের শুরুতেই ইন্টার জানিয়ে দেয়, কী অপেক্ষা করছে তুরিনোর জন্য। মাত্র ১ মিনিটেই থুরামের হেড বার ঘেঁষে বাইরে যায়। ১৮ মিনিটে কর্নার থেকে বাস্তোনির হেডে গোল করে এগিয়ে যায় নেরা আজ্জুরিরা।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। এরপর দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্টার। ৫১ মিনিটে মার্তিনেসের গোলে স্কোরলাইন হয় ৩-০। মাত্র ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন থুরাম। শেষ দিকেও আক্রমণ থামেনি; ৭২ মিনিটে বদলি নামা ২১ বছর বয়সী আঁজ-ইয়োয়ান বনি ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই নিজের নাম তোলেন স্কোরশিটে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাঁচ গোল হজম করে হতাশ হয়েছিল ইন্টার। সেদিনের সেই রুক্ষ স্মৃতি যেন মুছে ফেলতেই এবারের শুরুটা এমন ঝলমলে করেছে তারা। থুরামও ম্যাচ শেষে জানালেন, পাঁচ গোল করার চেয়েও গোল না খেয়ে জয় পাওয়াটা বেশি তৃপ্তিদায়ক তাদের জন্য।
গত মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখে শেষ পর্যন্ত শূন্য হাতে মৌসুম শেষ করেছিল ইন্টার। এবার আর সেই ভুল করতে রাজি নয় ইনজাগির দল। প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তা দেখিয়ে দিল তারা।
নতুন মৌসুম, নতুন আশা আর নতুন ছন্দে দারুণ সূচনা করে ইন্টার বুঝিয়ে দিল—এবার তাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, শিরোপা ঘরে তোলা।