ইউএস ওপেন /

জোকোভিচের সহজ জয়, অঘটনের শিকার মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১৩:০৬
শেয়ার :
জোকোভিচের সহজ জয়, অঘটনের শিকার মেদভেদেভ

দানিল মেদভেদেভ।

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই অঘটন। অবাছাই ফরাসি টেনিস খেলোয়াড় বেঞ্জামিন বনজির কাছে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে (৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৪-৬) হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ২০২১ সালের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ।

এই নিয়ে পরপর তিনটি গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল রাশিয়ান তারকাকে। মে মাসে ফরাসি ওপেন এবং জুনে উইম্বলডন থেকেও একইভাবে প্রাথমিক রাউন্ডে ছিটকে গিয়েছিলেন তিনি।

হার মেনে নিতে পারেননি মেদভেদেভ। র‌্যাকেট আছড়ে ভেঙে ফেলেন, চেয়ারে বসে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেও ফেলেন। শুধু হারই নয়, বিতর্কেও জড়ান তিনি। তৃতীয় সেটে বনজির সার্ভিসের সময় এক ক্যামেরাম্যানের কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে ম্যাচে ছন্দপতন হয়। আম্পায়ার সিদ্ধান্ত দেন পুনরায় প্রথম সার্ভিস নেওয়ার, যা নিয়ে প্রতিবাদ জানান মেদভেদেভ। দর্শকরাও তার পক্ষে সুর তোলে, চেয়ার আম্পায়ারকে টানা ছয় মিনিট ধরে বিদ্রুপ করেন তারা। সেই সময় মেদভেদেভকেও দেখা যায় হাত নাড়িয়ে সমর্থকদের উজ্জীবিত করতে।

হয়তো এই চাপেই পয়েন্ট হারান বনজি, মেদভেদেভ জিতে নেন সেটটি টাইব্রেকারে এবং পরের সেটে ৬-০ ব্যবধানে দাপট দেখান। তবে শেষ সেটে নিজের সার্ভিস ধরে রাখতে না পারায় ম্যাচ হাতছাড়া হয় তার, বনজি তুলে নেন কেরিয়ারের অন্যতম বড় জয়।

অন্যদিকে পুরুষ এককে বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা নোভাক জোকোভিচ সহজ জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। ১৯ বছরের আমেরিকান প্রতিপক্ষ লার্নার টিয়েনের বিরুদ্ধে ৬-১, ৭-৬, ৬-২ সেটে জয় পান সার্বিয়ান তারকা। যদিও ম্যাচ চলাকালীন পায়ের যন্ত্রণায় মেডিক্যাল টাইমআউট নিতে হয় তাকে, ডান পায়ে ফোস্কার কারণে সমস্যা হলেও তা খেলার ফলাফলে প্রভাব ফেলতে পারেনি। ফ্লাশিং মিডোজে এটি ছিল জোকোভিচের ৮০তম জয় এবং টানা ৭৫টি গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ড পেরোনোর নজিরও গড়লেন তিনি, যার মধ্যে ৫৫টি ম্যাচই তিনি জিতেছেন স্ট্রেট সেটে। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আমেরিকান খেলোয়াড় জাকারি সাজদার।

নারী এককে শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কাও পেয়েছেন সহজ জয়। অবাছাই রেবেকা মাসারোভাকে হারিয়েছেন ৭-৫, ৬-১ ব্যবধানে। প্রথম সেট কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও দ্বিতীয় সেট ছিল একতরফা। ম্যাচে তিনি পাঁচটি ব্রেক পয়েন্টের মধ্যে চারটিই কাজে লাগিয়েছেন। ফরাসি ওপেন ও উইম্বলডনে শেষ মুহূর্তে হোঁচট খেলেও এবার ইউএস ওপেনে শুরুটা দারুণ করলেন বেলারুশিয়ান এই তারকা।

প্রথম দিন স্ট্রেট সেটে জয় পেয়েছেন আরও কয়েকজন শীর্ষ বাছাই খেলোয়াড়। পুরুষদের চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ় ও ষষ্ঠ বাছাই বেন শেল্টন এবং নারীদের চতুর্থ বাছাই জেসিকা পেগুলা ও সপ্তম বাছাই জেসমিন পাওলিনি সবাই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।