কোচিংয়ের নতুন অধ্যায়ে পা রাখলেন গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১২:৪২
শেয়ার :
কোচিংয়ের নতুন অধ্যায়ে পা রাখলেন গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করলেন, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে নিয়োগ দিয়েছে প্রধান কোচ হিসেবে। এসএ টোয়েন্টির চতুর্থ আসরে এই দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

আসরটি মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। এই পদে গাঙ্গুলী জায়গা নিচ্ছেন জোনাথন ট্রটের জায়গায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ-তে সৌরভ আগে থেকেই ক্রিকেট পরিচালকের দায়িত্বে ছিলেন। এবার কোচিংয়ের দায়িত্বেও তাকে দেখা যাবে, প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালস টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেললেও হেরে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে।

এরপরের দুই আসরে তারা পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে পারেন। এবার সৌরভকে নিয়ে ভাগ্য বদলের আশা করছে দলটি। এই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। এরপর ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নেন। পরে বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সে দায়িত্ব ছেড়ে দেন।

দিল্লি ক্যাপিটালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস দুই দলই জেএসডব্লিউ-এর মালিকানাধীন, ফলে ক্রিকেট পরিচালকের ভূমিকায় থাকতেই কোচিংয়ের অভিজ্ঞতা অর্জনের কাছাকাছি চলে গিয়েছিলেন সৌরভ। নতুন কোচ হিসেবে তার প্রথম বড় দায়িত্ব ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলাম, যেখানে ভারসাম্যপূর্ণ দল গড়াই হবে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান লক্ষ্য।