দ্বিতীয় ম্যাচেও হতাশ ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১১:৩০
শেয়ার :
দ্বিতীয় ম্যাচেও হতাশ ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক শুরু অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে হারের পর দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নিতে পারেনি এরিক টেন হাগের দল। রবিবার ফুলহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রেড ডেভিলদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। প্রথম দুই মিনিটেই দুটি সুযোগ তৈরি করেন মাতেউস কুনিয়া। একটি শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে, অন্যটি পোস্টে লেগে ফিরে আসে। এরপর আরেকটি সুযোগ পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় ইউনাইটেড। শুরুতে সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সাহায্যে রেফারি মেসন মাউন্টের ওপর ফুলহ্যামের কালভিন বাসির ফাউলের বিষয়টি নিশ্চিত হয়ে স্পট কিকের নির্দেশ দেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস, তার শট চলে যায় অনেক ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে স্বাগতিকদের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। কর্নার থেকে লেনি ইয়োর হেড ফুলহ্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে বল জালে জড়ায়, আত্মঘাতী গোলেই এগিয়ে যায় সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বদলি হিসেবে নেমে মাত্র ৯৩ সেকেন্ড পর প্রথম স্পর্শেই গোল করেন এমিল স্মিথ রো। আলেক্স আইয়োবির নিখুঁত ক্রসে সহজ টোকায় দলকে সমতায় ফেরান ফুলহ্যাম মিডফিল্ডার। এরপর ৮৭তম মিনিটে ম্যাচ জয়ের দারুণ সুযোগ পেয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার, কিন্তু কর্নার থেকে তার হেড লক্ষ্যে রাখতে পারেননি।

এই ড্রয়ের ফলে ফুলহ্যাম দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার ১৩ নম্বরে। আর টানা এক হার ও এক ড্রয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের মাঠে এটি ইউনাইটেডের বিপক্ষে তাদের প্রথম পয়েন্ট অর্জন।