হংকংয়ের ২০ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৩:১২
শেয়ার :
হংকংয়ের ২০ সদস্যের দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য দল ঘোষণা করেছে হংকং। ইয়াসিম মুর্তজার নেতৃত্বে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। ২০২২ সালের পর আবারও এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে হংকং।

দলে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড় যেমন বাবর হায়াত, অাংশুমান রাঠ ও মোহাম্মদ আইজাজ খান। পাশাপাশি দলে রাখা হয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের, যেমন নাসরুল্লাহ খান, কিনচিত শাহ এবং এহসান খান।

হংকং তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে উদ্বোধনী ম্যাচ দিয়েই — ৯ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা।

‘বি’ গ্রুপে হংকংয়ের অন্য দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ ও শ্রীলংকা। ইতিমধ্যে বাংলাদেশও দল ঘোষণা করেছে। লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে তারা, তবে তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলে নেই।

হংকং ১১ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হবে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে তারা।

এশিয়া কাপের হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলি, নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কুটজি, অাংশুমান রাঠ, কালহান মার্ক চাল্লু, আয়ুষ আশীষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান,আতীক উল রহমান ইকবাল, কিনচিত শাহ, আদিল মেহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহীদ ওয়াসিফ, গজনফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।