ইউএস ওপেনের আগে আঘাতের মাত্রা জানালেন ড্রেপার
ছবি: সংগৃহীত
ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা জ্যাক ড্রেপার জানিয়েছেন, কয়েক মাস ধরে তিনি সার্ভিং আর্মে (কাঁধ থেকে কনুই পর্যন্ত চলা হিউমেরাস হাড়ে) আঘাত নিয়ে ভুগছেন। তবে কষ্টদায়ক হাতের ইনজুরির প্রভাব এখনো থাকলেও বামহাতি ড্রেপার ইউএস ওপেনে খেলতে সম্পূর্ণ প্রস্তুত।
২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা গত বছর নিউইয়র্কে সেমিফাইনালে পৌঁছেছিলেন। তবে এবারের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচের আগে তিনি বিষয়টিকে বড় করে দেখাতে চাননি। সোমবার তার প্রতিপক্ষ আর্জেন্টাইন কোয়ালিফায়ার ফেদেরিকো অগুস্তিন গোমেজ।
ড্রেপার বলেন, ‘এটা এমন এক ইনজুরি যা সারতে সময় লাগে। হাড় সারতে পারে, কিন্তু কিছুটা অস্বস্তি থেকেই যেতে পারে। আমি অনেকদিন ধরে এটাকে সামলে আসছি। তাই এখন শুধু প্রতিযোগিতায় নামার জন্যই মুখিয়ে আছি। আমার মনে হচ্ছে না আমি মোটেও পিছিয়ে থাকব।’
জুলাইয়ের শুরুতে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিস্ময়করভাবে বিদায় নেওয়ার পর থেকে ড্রেপার কোনো প্রতিযোগিতামূলক একক ম্যাচ খেলেননি।
হাতের সমস্যা থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য তিনি কানাডিয়ান ওপেন এবং সিনসিনাটি ওপেন- দুটি গুরুত্বপূর্ণ এটিপি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।