নারী বিশ্বকাপ /

বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৩:০০
শেয়ার :
বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন

পুলিশের ছাড়পত্র না পাওয়ায় উইমেন’স বিশ্বকাপের জন্য এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের দুটিসহ একাধিক ম্যাচ। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। তবে ম্যাচগুলোর তারিখে কোনো পরিবর্তন আসেনি।

প্রথমে নির্ধারিত ছিল বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। এই তালিকা থেকে এখন বাদ পড়েছে বেঙ্গালুরু। এতে বাংলাদেশের অন্তত দুটি ম্যাচের ভেন্যু বদল হয়েছে। ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, এখন সেটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে। এছাড়া ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল কলম্বোয়, সেটিও সরিয়ে নেওয়া হয়েছে একই ভেন্যুতে।

এ ছাড়া, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ অক্টোবর গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ভিশাখাপত্তমে তারা ১০ অক্টোবর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন এসেছে। ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি এখন বেঙ্গালুরুর বদলে হবে গুয়াহাটিতে। ১১ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচটি হবে কলম্বোয়, যা আগে নির্ধারিত ছিল গুয়াহাটিতে। একইভাবে ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, সেটিও স্থানান্তর করে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, যার ভেন্যু নির্ভর করছে ফাইনালে পাকিস্তান ওঠার ওপর। পাকিস্তান খেললে ফাইনাল হবে কলম্বোয়, অন্যথায় নাভি মুম্বাইয়ে।

ম্যাচ সরিয়ে নেওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে ৪ জুন চিন্নাসোয়ামি স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা। সে সময় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের উদযাপন চলছিল। ওই ঘটনার পর কার্নাটাকা সরকার ও কেএসসিএর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসব কারণেই শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হয় বেঙ্গালুরুকে ভেন্যু তালিকা থেকে বাদ দিতে।