কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে বায়ার্নের ঝড়ো সূচনা
দারুণভাবে নতুন মৌসুম শুরু করা বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখের হয়ে হ্যারি কেইনের ঝলমলে হ্যাটট্রিক করেছেন। শনিবার রাতে আরবি লাইপজিগকে ৬–০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জার্মান জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধের মাত্র ১৪ মিনিটের ঝড়ে তিনটি গোল করেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ৬৪ থেকে ৭৮ মিনিট—এই সময়ের মধ্যেই পূর্ণ করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। বুন্দেসলিগার ইতিহাসে এটি একটি বিশেষ রেকর্ডও বটে—১৯৭১ সালের পর এত দ্রুত মৌসুমের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেননি কেউ। সে বছর কিংবদন্তি ক্লাউস ফিশার ১৪ আগস্ট হ্যানোভারের বিপক্ষে মাত্র ১২ মিনিটে তিন গোলসহ মোট চারটি গোল করেছিলেন।
লাইপজিগের বিপক্ষে বায়ার্নের হয়ে কেইনের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দেখান দুই নতুন মুখ মাইকেল ওলিস ও লুইস দিয়াজ। ওলিস করেন জোড়া গোল, আর লিভারপুল থেকে আসা দিয়াজের পা থেকে আসে একটি গোল। দিয়াজের নামের পাশে যোগ হয় আরও একটি অর্জন—বুন্দেসলিগায় নিজের অভিষেক ম্যাচেই দুটি অ্যাসিস্ট।
ম্যাচের প্রথমার্ধেই ওলিসের দুই গোল এবং দিয়াজের চমৎকার এক শটে ৩–০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে রীতিমতো একক আধিপত্য চালান কেইন। তাঁর তিনটি গোলের দুটিতে সহায়তা করেন দিয়াজ। শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় বায়ার্ন ভক্তদের কাছ থেকে দাঁড়িয়ে করতালি পান ইংল্যান্ড অধিনায়ক।
বায়ার্নে টটেনহাম থেকে যোগ দেওয়ার পর এই হ্যাটট্রিক মিলিয়ে মোট ৯ বার তিন বা ততোধিক গোল করলেন কেইন।
মৌসুম শুরুর আগে বেশ অনিশ্চয়তা ও চাপের মধ্যেই ছিল বায়ার্ন। গ্রীষ্মকালীন দলবদলে বেশ কয়েকজন ফরোয়ার্ড দল ছেড়ে যাওয়ায় দলটির আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি কেইন নিজেও বলেছিলেন, এত ছোট স্কোয়াড তিনি এর আগে খুব কমই দেখেছেন।
তবে প্রথম ম্যাচেই নতুন মৌসুমের শঙ্কা উড়িয়ে দিয়ে বায়ার্ন দেখিয়ে দিয়েছে, দিয়াজ–ওলিস–কেইনের আগমনে শিরোপা ধরে রাখার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। বড় জয় আর রেকর্ডে মোড়ানো এই শুরু নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।