ইউএস ওপেন /
মিশ্র দ্বৈতের শিরোপা ধরে রাখলেন এরানি-ভাভাসোরি
সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি জুটি। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জমজমাট আবহে ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা ধরে রাখলেন ইতালির সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি। ফাইনালে তারা ৬-৩, ৫-৭, (১০-৬) গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই ইগা সিওনতেক ও ক্যাসপার রুড জুটিকে।
প্রথম দুই সেট ভাগাভাগির পর ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে, যেখানে অভিজ্ঞতায় এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেন এই ইতালিয়ান ডাবলস জুটি।
টুর্নামেন্টে টানা দুই দিনে খেলেছেন চারটি ম্যাচ, তবুও ক্লান্তির ছাপ ভুলে ফাইনালে ছিলেন দারুণ ছন্দে। এবারের শিরোপাজয়ীদের জন্য প্রাইজমানি ছিল এক মিলিয়ন মার্কিন ডলার, যা গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
তবে এই সাফল্যের পেছনে ছিল কিছু বিতর্কও। মূল টুর্নামেন্টের এক সপ্তাহ আগে মিশ্র দ্বৈত শুরু করায় এবং নতুন ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজন করায় সমালোচনায় মুখর ছিলেন এরানি-ভাভাসোরির মতো পেশাদার ডাবলস খেলোয়াড়েরা। তাঁদের অভিযোগ ছিল, এভাবে ‘আসল’ ডাবলস জুটিগুলোকে পেছনে ঠেলে এককের তারকাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
তবে ফাইনাল শেষে তাঁদের মুখে ছিল শুধু সন্তুষ্টির হাসি ও বিজয়ের উচ্ছ্বাস।
এই নতুন ফরম্যাটে আয়োজকেরা চেয়েছিলেন, আলকারাজ, জোকোভিচ, সিওনতেক, রাদুকানুর মতো এককের বড় তারকারা অংশ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াবেন। তারকারা এসেছিলেনও। কিন্তু শেষ হাসি হেসেছেন ডাবলসে অভ্যস্ত পেশাদাররা।
১৬ দলের এই প্রতিযোগিতায় সবচেয়ে আলোচিত ছিলেন কার্লোস আলকারাজ ও এমা রাদুকানু। কিন্তু তারা বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই। একই পরিণতি হয়েছিল নোভাক জোকোভিচ ও ওলগা দানিলোভিচ জুটিরও।
তীব্র প্রতিযোগিতার মধ্যে পরশু অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, আর নিউইয়র্ক সময় বুধবার রাতেই হয়ে যায় সেমিফাইনাল ও ফাইনাল।
সবশেষে, প্রমাণিত হলো—শিরোপার জন্য শুধু তারকা খ্যাতি নয়, প্রয়োজন দৃঢ়তা, অভিজ্ঞতা ও ডাবলসের কৌশলগত বোঝাপড়া। আর সেগুলোই দেখিয়ে গেলেন এরানি ও ভাভাসোরি।