সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন ফাবিও

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৪:১৯
শেয়ার :
সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন ফাবিও

৪৪ বছর বয়সে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। যিনি ‘ফাবিও’ নামেই পরিচিত। কোপা সুদামেরিকানায় কলম্বিয়ার ক্লাব আমেরিকা দে কালির বিপক্ষে ফ্লুমিনেন্সের জয়ে মাঠে নেমে তিনি পেশাদার ক্যারিয়ারে ১৩৯১তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন।

ফ্লুমিনেন্স ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, এ ম্যাচ দিয়েই ইংল্যান্ডের পিটার শিলটনের (১৩৯০ ম্যাচ) দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন ফাবিও। যদিও এখনো ফিফা বা কনমেবল এই রেকর্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

১৯৯৭ সালে অভিষেকের পর ২৮ বছরের ক্যারিয়ারে ফাবিও খেলেছেন পাঁচটি ক্লাবে—সবই ব্রাজিলে। জাতীয় দলে কখনো সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে তাঁর পারফরম্যান্স অনন্য। ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচোর মতে, এমন পেশাদারিত্ব নিয়ে এত দীর্ঘ ক্যারিয়ার আর কেউ গড়েননি।

বয়স ৪৪ হলেও এখনো নিয়মিত খেলছেন ফাবিও। গত এক বছরে খেলেছেন ৬৫টি ম্যাচ—গোলকিপারদের মধ্যে যা সর্বোচ্চ। মারাকানায় রেকর্ড গড়ে পেয়েছেন ক্লাব ও সমর্থকদের কাছ থেকে সম্মাননা। ফুটবলের ইতিহাসে নিজেকে অমর করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান ‘দেওয়াল’।