অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন মহারাজ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৭:৩৩
শেয়ার :
অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন মহারাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দারুণ এই জয়ের প্রধান রূপকার স্পিনার কেশাভ মহারাজ। ১০ ওভারের টানা স্পেলে ৩৩ রান খরচায় ৫ শিকার করেন তিনি। যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো প্রোটিয়া স্পিনারের সেরা বোলিং। দুর্দান্ত এই বোলিংয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন মহারাজ। 

দুই ধাপ এগিয়ে প্রথম স্থানে উঠেছেন মহারাজ। তিনি টপকে গেছেন শ্রীলঙ্কান মাহিশ থিকশানা (৬৭১ রেটিং পয়েন্ট) ও ভারতের কুলদিপ ইয়াদাভকে (৬৫০ রেটিং পয়েন্ট)। মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭। 

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় এর আগেও উঠেছিলেন মহারাজ। ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো চূড়ায় উঠেছিলেন তিনি। ডিসেম্বরের পর শীর্ষস্থান হারালেও সেরা পাঁচের মধ্যেই ছিলেন মহারাজ। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলস ১৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। আর পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের উন্নতি ১৮ ধাপ, আছেন ৪৩তম স্থানে। ব্যাটারদের মধ্যে এইডেন মার্করাম (২১তম) চার ধাপ ও বাভুমা (২৩তম) পাঁচ ধাপ এগিয়েছেন।

ওয়ানডে ব্যাটারদের মধ্যে আগের মতো সবার ওপরে ভারতের শুভমান গিল। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের যথারীতি শীর্ষে ভারতের আভিষেক শার্মা। আর বোলারদের তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।