মেসির সঙ্গে অবসরের ইঙ্গিত দিলেন সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৪:১৭
শেয়ার :
মেসির সঙ্গে অবসরের ইঙ্গিত দিলেন সুয়ারেস

বার্সেলোনায় শুরু, বন্ধুত্বের বন্ধনে গাঁথা—লিওনেল মেসি ও লুইস সুয়ারেস এখন আবার একসঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে দুজনেরই।

তবে ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চিত নন তারা। কিন্তু সুয়ারেস জানালেন—মেসির সঙ্গে একসঙ্গে অবসর নেওয়ার পরিকল্পনা তাদের অনেক দিনের।

৩৮ বছর বয়সী সুয়ারেস বলেন, ‘একসঙ্গে অবসর নেওয়া নিয়ে কয়েক বছর ধরেই আমাদের মধ্যে কথা হচ্ছে। তবে এটি নির্ভর করবে চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ের ওপর।’

বর্তমানে সুয়ারেস ও মেসি দুজনই ইন্টার মায়ামিতে খেলছেন দারুণ ছন্দে। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও সুয়ারেস আপাতত উপভোগ করছেন মাঠে ফেরার আনন্দ—‘আমি খুশি আছি, দলকে সাহায্য করছি। সামনে কী হবে, সেটা সময়ই বলবে।’