আইপিএলে শীর্ষে থেকেও এশিয়া কাপে নেই সুদর্শন-প্রসিদ্ধ

​ স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১১:৩৬
শেয়ার :
আইপিএলে শীর্ষে থেকেও এশিয়া কাপে নেই সুদর্শন-প্রসিদ্ধ

প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই সুদর্শন।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন সাই সুদর্শন ও প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু ইংল্যান্ড সফরে ব্যর্থতার খেসারত হিসেবে বাদ পড়লেন এশিয়া কাপের দল থেকে—যদিও এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে!

গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে ৭৫৯ রান করে কমলা টুপি জয়ী হন সুদর্শন, আর প্রসিদ্ধ ২৫ উইকেট নিয়ে বেগুনি টুপি জয় করেন। আইপিএলের পর ভারত টি-টোয়েন্টি না খেলায়, স্বাভাবিকভাবেই দল নির্বাচনে এই পারফরম্যান্স গুরুত্ব পাওয়ার কথা ছিল।

কিন্তু নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে গঠিত দল নিয়ে উঠছে প্রশ্ন। আইপিএলের পারফরম্যান্স দেখে টেস্ট দলে নেওয়া হয় দু’জনকে, আর এবার টেস্ট পারফরম্যান্স দেখে বাছাই হলো টি-টোয়েন্টি স্কোয়াড! এর মধ্যে আবার শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেননি আগরকার।

ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—নির্বাচন হচ্ছে কি পারফরম্যান্স আর ক্রিকেটীয় যুক্তির ভিত্তিতে, না কি চলছে অন্য হিসাব?