শুরুর ঝড় ও শেষের তাণ্ডবে জয় পেল বাংলাদেশ ‘এ’
শুরুর ও শেষের ঝড়ো ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আগের তিন ম্যাচে অপরাজিত নর্দান টেরিটরি স্ট্রাইককে ২২ রানে হারিয়েছে দলটি, ফলে সেমি-ফাইনালে ওঠার আশা টিকিয়ে রেখেছে তারা।
মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে তাণ্ডব চালায় বাংলাদেশ। প্রথম ৩ ওভারেই আসে ৫০ রান। তবে মাঝের ১৫ ওভারে রান আসে মাত্র ৯২। শেষ দুই ওভারে আবার গতি ফিরে পায় ইনিংস—এই পাঁচ ওভারেই আসে ৮০ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৭২ রান।
ব্যক্তিগতভাবে কেউ ফিফটি না করলেও জিসান, নাঈম, আফিফ, সোহান ও ইয়াসিরের ছোট কিন্তু কার্যকর ইনিংস দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর এনে দেয়।
রান তাড়ায় শুরুতেই ধস নামে নর্দান টেরিটরির ব্যাটিংয়ে। প্রথম চার ওভারে হারায় তিন উইকেট। এরপর ক্যারল ও সিল্ক ৮২ রানের জুটি গড়ে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান। তবে রকিবুল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুজনই ফেরত গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষদিকে ব্যাটাররা ম্যাচে ফিরতে পারেননি।
চার ম্যাচে এটি বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় জয়। পয়েন্ট তালিকায় তারা এখন সাত নম্বরে। পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে।