নেদারল্যান্ডস সিরিজে নেই মিরাজ
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ও ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত সময় অনুযায়ী, ২২ আগস্টের মধ্যে বাকি দলগুলোকেও স্কোয়াড জমা দিতে হবে।
বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ঘরের মাঠে একটি সংক্ষিপ্ত সিরিজে অংশ নেবে। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ সিরিজকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
তবে দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পারিবারিক কারণে, বিশেষ করে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপ শুরুর আগেই মিরাজ দলের সঙ্গে যোগ দেবেন। তাই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী বোর্ড।
এখনো নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি নির্বাচক প্যানেল। তবে জানা গেছে, এশিয়া কাপের প্রস্তুতির জন্য গঠিত ২৫ সদস্যের প্রাথমিক দল থেকেই বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াড। সিলেটে ক্যাম্প চলাকালেই এ দল ঘোষণা করা হতে পারে।
এরই মধ্যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও প্রধান কোচ ফিল সিমন্সের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে—দুই স্কোয়াড নিয়েই। আগামী ২২ আগস্টের মধ্যে এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণার কথা থাকায়, সিলেট ক্যাম্পে থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা।