বিশ্বকাপে সূর্যের ঐতিহাসিক ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়!

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৭:৩০
শেয়ার :
বিশ্বকাপে সূর্যের ঐতিহাসিক ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়!

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল সূর্যকুমার যাদবের সেই শেষ ওভারের ক্যাচ। ডেভিড মিলারের শটকে ছক্কা হতে দেননি সূর্য, বাউন্ডারির ধারে ভারসাম্য রক্ষা করে বল তালুবন্দি করেন। কিন্তু সেই অবিশ্বাস্য ক্যাচ নিয়েই এবার বিতর্ক তৈরি করলেন ভারতের সাবেক ক্রিকেটার অম্বাতি রায়ডু।

রায়ডু দাবি করেছেন, ফাইনাল ম্যাচের আগে বাউন্ডারির দড়ি কিছুটা পিছিয়ে রাখা হয়েছিল, আর সেটাই সূর্যকুমারের ক্যাচে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি শুভঙ্কর মিশ্রের এক ইউটিউব ভিডিওতে এই দাবি করেন তিনি।

রায়ডু বলেন, `বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলের কর্মীরা বাউন্ডারির ধারে চেয়ার বসিয়েছিল ধারাভাষ্যকারদের জন্য। তখনই দড়ি সরিয়ে ফেলা হয়েছিল, এবং পরে সেটা আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে মাঠে বাউন্ডারির পরিসর কিছুটা বড় হয়ে গিয়েছিল।‘

তবে তিনি ভারতীয় দলের কোনো ষড়যন্ত্র বা ইচ্ছাকৃত কিছু বোঝাতে চাননি। তার অভিযোগ ছিল সম্প্রচার সংস্থার অব্যবস্থাপনা নিয়ে। এমনকি ক্যাচটির প্রশংসাও করেছেন রায়ডু। বলেন, `আমরা ধারাভাষ্য বাক্স থেকে স্পষ্ট দেখেছি পুরো দৃশ্যটা। সূর্য যেভাবে দৌড়ে গিয়ে বল ধরেছে এবং ভারসাম্য বজায় রেখেছে, তা অসাধারণ। দড়ি আগের জায়গায় থাকলে সেটা ছক্কা হতো কিনা, তা আমি বলতে পারব না। তবে ওই মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন।‘

ফাইনালের সেই ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। প্রথম বলেই মিলার হাঁকিয়েছিলেন বড় শট, কিন্তু সূর্যকুমারের ঐ ক্যাচে তাদের আশা ভেঙে যায়। ছক্কা হলে ৫ বলে প্রয়োজন হতো মাত্র ১০ রান।

রায়ডুর এই মন্তব্যের পর পুরনো বিতর্কে আবারও হাওয়া লেগেছে। যদিও দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি, তবে বিশ্বকাপের পর সামাজিক মাধ্যমে এবং নানা মহলে অভিযোগ উঠেছিল যে সূর্যকুমারের পা বাউন্ডারির দড়িতে লেগেছিল, কিংবা দড়ি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল।

রায়ডুর মন্তব্য সেই বিতর্ককে নতুন করে সামনে আনল, যদিও তিনি সরাসরি কোনো পক্ষকে দায়ী করেননি। এখন দেখার বিষয়—এই মন্তব্যে নতুন করে কী প্রতিক্রিয়া আসে আন্তর্জাতিক ক্রিকেট মহল থেকে।