ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা /
সহ-অধিনায়ক হয়ে দলে ফিরলেন গিল
এশিয়া কাপের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন তিনি। দলটি টি-টোয়েন্টি ফরম্যাটে আগে সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল।
আজ মঙ্গলবার নির্বাচক কমিটি ঘোষিত ১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব। ওপেনার হিসেবে গিল ছাড়াও আছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তবে সহ-অধিনায়ক হিসেবে গিলকেই ওপেনিংয়ে শুরুর জন্য ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ব্যাটারদের তালিকায় আছেন সূর্যকুমার, তিলক বর্মা, রিঙ্কু সিং ও জিতেশ শর্মা। জিতেশ হতে পারেন প্রথম পছন্দের উইকেটকিপার, যদি গিল ও অভিষেককে ওপেনিংয়ে খেলানো হয়।
তিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া ও শিভম দুবেকে। বোলিং বিভাগে আছেন জশপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা—যিনি ব্যাটিংয়েও কিছুটা অবদান রাখতে পারেন।
রিজার্ভ হিসেবে রাখা হয়েছে পাঁচজনকে। তারা হলেন যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।
আইপিএল ২০২৫-এ ১৭৫ স্ট্রাইকে ৬০৪ রান করে পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে যাওয়া শ্রেয়াস আইয়ারের দলে জায়গা হয়নি, যা অনেককেই অবাক করেছে।
গিল এর আগে ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু এরপর থেকে টেস্ট ও ওয়ানডেতে বেশি মনোযোগী হওয়ায় টি-টোয়েন্টিতে তাকে দেখা যায়নি। এরপর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন গিল। এছাড়া আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটানসের হয়ে ১৫৫.৮৭ স্ট্রাইকে ৬৫০ রান করেছেন তিনি।
দল ঘোষণার পর মুম্বাইয়ে সূর্যকুমার যাদব বলেন, `শেষবার যখন ও (গিল) ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি নেতৃত্বে ছিলাম এবং ও সহ-অধিনায়ক ছিল। এরপর টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়নি। এখন সে স্কোয়াডে আছে, আমরা খুশি।‘
এশিয়া কাপ হবে ভারতের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির প্রথম ধাপ। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এটি তাদের প্রথম বড় টুর্নামেন্ট।
ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, দুবাইয়ে আমিরাতের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, একই ভেন্যুতে। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে ওমানের বিপক্ষে।
ভারতের ১৫ সদস্যের দল
সূর্যকুমার যাদব ((অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।