দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৫:১৮
শেয়ার :
দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

মাঠে এলেও সতীর্থদের সঙ্গে গা গরমে অংশ নেননি কাগিসো রাবাদা। কিছুক্ষণ পরই জানা গেল দুঃসংবাদ—চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের প্রধান ভরসা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ঠিক আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সামাজিক মাধ্যমে জানায়, অ্যাঙ্কেল ইনজুরির কারণে ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার আর খেলতে পারবেন না সিরিজে।

রাবাদা টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন ঠিকই, তবে কখন এই চোট পেয়েছেন—তা স্পষ্ট করেনি বোর্ড। সোমবার স্ক্যান করানোর পর নিশ্চিত হওয়া গেছে, চোটটি গুরুতর। ফলে বাকি সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার।

তবে তিনি দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় থাকবেন এবং মেডিকেল দলের তত্ত্বাবধানে চলবে পুনর্বাসন প্রক্রিয়া। ১৬৪ ওয়ানডে উইকেট শিকার করা রাবাদার অভিজ্ঞতা মাঠের বাইরে থেকেও দলের জন্য মূল্যবান হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

রাবাদার পরিবর্তে স্কোয়াডে আগেই যুক্ত করা হয়েছিল কুইনা মাফাকাকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার। যদিও প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি তার।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি ও পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।