প্রেমে মজে এক ফোনেই ২৭ হাজার রুপি বিল দিয়েছেন
প্রেমের শুরুতে খরচের হিসাব কে-ই বা রাখে? ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং যেমন রাখেননি। প্রেমিকা, আর বর্তমানে স্ত্রী, বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে একবার ফোনে কথা বলতে গিয়েই বিল হয়েছিল ২৭ হাজার রুপি!
তবে টাকাটা যে বৃথা যায়নি, সেটা তো এখন বোঝাই যাচ্ছে। কারণ সেই প্রেমই আজ সংসার পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন শোতে নিজের প্রেমের শুরুটা নিয়ে এমনই মজার গল্প শেয়ার করেন হরভজন সিং।
গীতার সঙ্গে হরভজনের প্রথম দেখা ২০০৭ সালে, ইংল্যান্ড সফরে এক বন্ধুর পার্টিতে। পরিচয় থেকে নম্বর আদান-প্রদান, তারপর ধীরে ধীরে মেসেজ আর ফোনে কথা বলা—সম্পর্ক এগোতে থাকে আপন গতিতে। শুরুটা ছিল হালকা আড্ডা, পরে তা পরিণত হয় ঘন্টার পর ঘন্টা লম্বা আলাপে।
২০০৮ সালে শ্রীলংকা সফরের সময় এক ম্যাচে জয়ের পর আনন্দ ভাগাভাগি করতে হরভজন ফোন করেন গীতাকে, যিনি তখন লন্ডনে। কথার স্রোতে সময়ের হিসাব আর থাকেনি—কলম্বো থেকে লন্ডনে সেই ফোন কলে বিল দাঁড়ায় ২৭ হাজার রুপি! কিন্তু প্রেমের শুরুতে এমন খরচে মন খারাপ হয়নি বরং সেই কলই তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল।
তবে প্রেম গভীর হলেও, প্রায় আট বছর সম্পর্কটা গোপন রেখেছিলেন তারা। গীতা তখন নিজের অভিনয় ক্যারিয়ারে মনোযোগী ছিলেন, চাইতেন পরিচিতি পাক কাজের মাধ্যমে, ব্যক্তিগত জীবনের কারণে নয়। হরভজনও তখন ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন।
বছরের পর বছর ধরে সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও গীতা বলতেন, ‘আমরা কেবল ভালো বন্ধু।’ অবশেষে দীর্ঘ প্রেম আর ক্যারিয়ার সামলে তারা বেছে নেন নতুন অধ্যায়ের পথ।
২০১৫ সালের ২৯ অক্টোবর, জলন্ধরে শিখ রীতিতে বিয়ে করেন হরভজন সিং ও গীতা বসরা। পরে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় তারকাখচিত জমকালো রিসেপশন, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও ক্রিকেট দুনিয়ার অনেকেই।
বর্তমানে গীতা বসরা প্রায় পুরোপুরি সিনেমা থেকে দূরে, সময় দিচ্ছেন পরিবারে। অন্যদিকে ক্রিকেটকে বিদায় জানিয়ে হরভজন সিং ধারাভাষ্য ও রাজনীতির মাঠে শুরু করেছেন জীবনের নতুন ইনিংস।