৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ অনুমোদন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার। আজ মঙ্গলবার এ সুপারিশের ফল প্রকাশ করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল সোমবার সন্ধ্যার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুন, যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।