বাবরের টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে যা বললেন পাকিস্তান কোচ
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই, কিন্তু আলোচনা ঠিকই ঘুরপাক খাচ্ছে বাবর আজমকে ঘিরে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে কেন এশিয়া কাপের দলে রাখা হলো না—এ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন প্রধান কোচ মাইক হেসন। তার স্পষ্ট বক্তব্য, বাবর ফিরতে পারেন, তবে তার আগে কিছু নির্দিষ্ট জায়গায় উন্নতি আনতে হবে।
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরকে আর দেখা যায়নি। ধারণা ছিল, অভিজ্ঞতার কারণে তিনি এশিয়া কাপ দলে ফিরতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি তার, এমনকি মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়নি দলে।
বাবরের রেকর্ড অবশ্য সমীহ জাগানিয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৮ ম্যাচে ৪,২২৩ রান তার ঝুলিতে। অথচ বাদ পড়ার আগে শেষ ১১ ইনিংসে কোনো ফিফটি নেই। যদিও এর মধ্যে সাতবারই ৩০ পেরিয়েছেন তিনি। সমস্যা হলো স্ট্রাইক রেটে—মাত্র ১১৯.১১, যেখানে আধুনিক টি-টোয়েন্টিতে টপ অর্ডারে চাওয়া হয় আরও আগ্রাসী ব্যাটিং।
কোচ হেসন বলেন, ‘বাবরকে কিছু নির্দিষ্ট জায়গায় উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে আরও আগ্রাসী হওয়ার এবং সামগ্রিক স্ট্রাইক রেট বাড়ানোর বিষয়টি নিয়ে। সে এ নিয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে যারা স্কোয়াডে আছে, তারা ভালো খেলছে। সাহিবজাদা ফারহান যেমন, শেষ ছয় ম্যাচে তিনবার ম্যাচ সেরা। তবে বাবরের মতো খেলোয়াড়দের সুযোগ সবসময়ই থাকবে। সামনে সে বিগ ব্যাশে খেলবে, সেখানে নিজেকে প্রমাণ করতে পারবে।’
৩০ বছর বয়সী বাবর আজম এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলবেন। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের সঙ্গে, যেখানে তার সতীর্থ হিসেবে থাকবেন স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ তারকা।