ফিফার তদন্তে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৬
শেয়ার :
ফিফার তদন্তে বসুন্ধরা কিংস

সাবেক কোচ ভ্যালেরিও তিতা ও ফরাসি ফিটনেস ট্রেইনার খলিল চাকরৌনের অর্থ না পাওয়ার অভিযোগে ফিফার তদন্তের মুখে পড়েছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। অভিযুক্ত ক্লাবকে ব্যাখ্যার জন্য ২৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত জুলাইয়ে কিংসের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতিয়েছিলেন রোমানিয়ান কোচ তিতা। তবে লিগ শিরোপা হাতছাড়া হলে তাকে ছাঁটাই করে ক্লাব। পরে কোচ ও ট্রেইনার—দুজনেই দাবি করেন, তাদের তিন মাসের বেতন, বোনাস এবং অন্যান্য সুবিধা ক্লাব পরিশোধ করেনি। এমনকি বিমানভাড়াও নিজের পকেট থেকে দিতে হয়েছে বলে অভিযোগ তিতার।

বর্তমানে ওমানের ক্লাব আল-সিবের কোচ হিসেবে কাজ করছেন তিনি। সেখান থেকেই গণমাধ্যমকে তিতা বলেন, ‘আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কিংসের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তাদের ২৭ আগস্টের মধ্যে উত্তর দিতে বলেছে।’

ফিফার সাধারণ প্রক্রিয়া অনুযায়ী, প্রমাণাদিসহ অভিযোগ গ্রহণের পর উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেয়া হয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে, ক্লাবকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধে বাধ্য করা হয়।

আর তা না হলে, ফিফা তিন ধরনের শাস্তি দিতে পারে—ট্রান্সফার নিষেধাজ্ঞা, লিগ পয়েন্ট কাটা, লিগ থেকে অবনমন।

তবে ক্লাব যদি যথাযথ প্রমাণ উপস্থাপন করে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে আবেদন খারিজ করে দেবে ফিফা।

বাংলাদেশের ক্লাব ফুটবলে কোচ-খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিরোধ নতুন নয়। এর আগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এক উজবেক ফুটবলারের অর্থ পরিশোধ না করায় ফিফা তাদের ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে পাওনা পরিশোধ করে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় তারা।

ফিফার এই তদন্ত শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের জন্য কী পরিণতি বয়ে আনে—সে দিকেই এখন নজর দেশি ফুটবলপ্রেমীদের।