বিশ্ব চ্যাম্পিয়ন চেলসির হতাশায় শুরু
ক্লাব বিশ্বকাপ জয়ের পর প্রাক-মৌসুমে জোড়া জয়। সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগে দারুণ ছন্দেই ছিল চেলসি। তবে প্রিমিয়ার লিগে অভিযান শুরুর দিনই থমকে গেল সেই গতি। স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়াতে হয়েছে।
রবিবার প্রতিপক্ষ ছিল গত মৌসুমে এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস, যারা এবার কমিউনিটি শিল্ডেও লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতেছে। শুরু থেকেই তারা চেলসিকে ভালোভাবে চাপে রেখেছে এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে না নিতে পারলেও ড্র করে পূর্ণ পয়েন্ট বঞ্চিত করেছে।
ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্যালেস। ২০ গজ দূর থেকে এবেরেচি এজের দুর্দান্ত ফ্রি কিক জালে পাঠালেও গোল বাতিল হয়ে যায় ভিএআরের হস্তক্ষেপে। শট নেওয়ার সময় সতীর্থ মার্ক গেয়ি চেলসির ডিফেন্স লাইনের খুব কাছে অবস্থান করছিলেন, যা অফসাইড বিবেচিত হয়।
এই সৌভাগ্য সঙ্গী করে চেলসি বল দখলে আধিপত্য রাখলেও কার্যকর আক্রমণে ভুগেছে। পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল পায়ে রেখে তারা গোলের উদ্দেশ্যে নেয় ১৯টি শট, কিন্তু মাত্র ৩টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে, বলের দখলে পিছিয়ে থাকলেও প্যালেস ছিল তুলনামূলকভাবে ধারালো। ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা।
মাত্র ৩৫ দিন আগেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছিল চেলসি। এরপর প্রস্তুতি ম্যাচগুলোতেও জয় নিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মৌসুম শুরু করেছিল তারা। কিন্তু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই সেই আত্মবিশ্বাসে আঘাত হানে প্যালেস।
নতুন মৌসুমে ট্রফি জয়ের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলেও চেলসিকে প্রথম দিনই পয়েন্ট হারিয়ে হতাশ হতে হলো।