কক্সের ২৯ বলে ৮৬ রানের ঝড়ে দলীয় সর্বোচ্চ রেকর্ড
দ্য হান্ড্রেডে ইংল্যান্ডের তরুণ ব্যাটার জর্ডান কক্স নিজের ইনিংসটি ধীরে শুরু করলেও পরিণতি হলো দারুণ এক ঝড়ের। প্রথম আট বল থেকে মাত্র ৮ রান নেওয়ার পর তিনি ২১ বলের ১০ ডেলিভারিতেই ১০ ছয় আর দুই চার মেরেছিলেন, যা দর্শকদের নিঃসন্দেহে মনোমুগ্ধ করেছে। শেষ পর্যন্ত ২৯ বল ব্যাট করে তিনি অপরাজিত ৮৬ রান করেন, তার স্ট্রাইক রেট দাঁড়ায় ২৯৬.৫৫।
এই ঝড় শেষ পর্যন্ত ওভাল ইনভিনসিবলসকে এনে দিল দ্য হান্ড্রেডে সর্বোচ্চ দলীয় স্কোর—৪ উইকেটে ২২৬। যা ২০১২ সালের ম্যানচেস্টার অরিজিনালসের ২০৮ রানের রেকর্ড ভেঙে দিয়েছে।
ওভাল ইনভিনসিবলস শেষ পর্যন্ত ওয়েলস ফায়ারকে ৮৩ রানে হারিয়ে জিতল ম্যাচ। যেখানে প্রতিপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়ে ১৪৩ রানে অলআউট হয়।