সামার অ্যাথলেটিক্সে অংশ নিতে ঢাকায় ইমরানুর
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম সামার অ্যাথলেটিক্স। এ আয়োজনে অংশ নিতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে অংশ নেবেন তিনটি ইভেন্টে—১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে।
প্রায় এক বছর পর জাতীয় কোনো প্রতিযোগিতায় নাম লেখালেন ইমরানুর। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এবার ফিরেই জাতীয় অ্যাথলেটিক্সে নিজের পুরনো জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নামছেন। গত ফেব্রুয়ারিতে ইমরান অনুপস্থিত থাকায় ‘দ্রুততম মানব’ খেতাব উঠেছিল ইসমাইল হোসেনের হাতে। এবার সামার অ্যাথলেটিক্সে এই দুই গতিদানবের মুখোমুখি দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন।
ইতিমধ্যে ঢাকায় পৌঁছে অ্যাকলিমেটাইজেশনের সময় নিয়েছেন ইমরানুর। গতকাল বিশ্রামের পর আজ সকালে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে অনুশীলনে নামেন তিনি।
প্রতিযোগিতা উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনব্যাপী অ্যাথলেটিক্স ইভেন্ট চলবে বলে, ২২-২৪ আগস্ট বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত বিকেলের অনুশীলন পরিবর্তন করে রাখা হয়েছে রাতে। যদিও আজকের জাতীয় দল কমিটির সভার পর পরবর্তী অনুশীলন সূচি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।